বিশেষ প্রতিনিধি: ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সম্পাদক মোঃ কামরুজ্জামান শাহ কামরুল । আওযামীলীগের মনোনয়ন বিক্রির ২য় দিন রবিবার সকালে আওয়ামীলগের কেন্দ্রিয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তরুণ এ প্রার্থী।
মোঃ কামরুজ্জামান শাহ কামরুল বলেন, আমি ও আমার পরিবার জন্মসূত্রে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমি বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।
আমার গ্রামের বাড়ী ভোলার লালমোহন উপজেলার ধলগৌরনগর ইউনিয়নে।আমার পুরো পরিবার জন্মগতভাবে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। ধলীগৌরনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী আলমাস মিয়া বাড়ীর আলমাস মিয়ার সন্তান আমি।
আমি আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সম্পাদক সুবাধে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন)বিশেষ ভাবে পরিচিত এবং এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছি। ঢাকাতে লালমোহন-তজুমদ্দিনের বিভিন্ন পেশার লোকদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছি। সেই চিন্তা থেকে ভোলা-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছি। আমি ভোলা-৩ আসন থেকে আওয়ামীলগের মনোনয়ন চাইব। মনোনয়নের বিষয়ে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত। তিনি যে সিদ্ধান্ত দিবেন আমি তা মেনে নিব এবং শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার জন্য আজীবন কাজ করে যাব। আমি সকলের দোয়া প্রার্থী।