প্রতিরোধ

ভন্ড নেতাদের আন্দোলন
মানেই জ্বালাও পোড়াও,
মানুষ মেরে আগুন জ্বেলে
দৌড়ে তোমরা পালাও!
পঁচাত্তরের ঘাতক ওরা
২১ আগস্টের খুনি,
বোমাবাজ জঙ্গিবাদ কারা
আমরা সবই জানি।
বাসে- গাড়িতে আগুন দিয়ে
মানুষ কেন হে মারো,
সন্ত্রাস – নোংরা রাজনীতি
ছাড়ো হে এবার ছাড়ো।
সিংহাসনের দিবা স্বপ্ন
দেখিসনে যেনো আর,
অরাজকতা করে এবার
পাবিনে কোনও ছাড়।
প্রেস- পুলিশ পোশাক ধরে
কখনো লেবাস টুপি,
ওরাই হলো বিশাল ভন্ড
ঘাতক রে বহুরূপী।
খুনি সন্ত্রাসীরা ডাকিসনে
হরতাল অবরোধ,
তোদের সব অপকর্মের
করা হবে প্রতিরোধ।