রবিবার, সন্ধ্যা ৭:৩২, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ভোলা ট্রিবিউনের পক্ষ হতে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
জাতীয় | আন্তর্জাতিক | ভোলা সদর | দৌলতখান | বোরহানউদ্দিন | লালমোহন | তজুমুদ্দিন | চরফ্যাশন | মনপুরা | ভোলার ইতিহাস ঐতিহ্য | বিশেষ সাক্ষাৎকার | প্রবাসীদের কথা | পাঠক কলাম |

লালমোহনে হত্যাচেষ্টার ঘটনায় কৃষকলীগ সভাপতির সংবাদ সম্মেলন

আপডেট : অক্টোবর, ৭, ২০২৩, ১:২৭ অপরাহ্ণ

:

শংকর মজুমদার, লালমোহন: ভোলার লালমোহন উপজেলা কৃষকলীগের সভাপতি ও লালমোহন বাজার আড়ৎ মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোখলেছ বকসীকে হত্যা চেষ্টার ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার সকালে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলার বিষয়টি তুলে ধরেন মো. মোখলেছ বকসী।
এসময় তিনি বলেন, আমি লালমোহন বাজারের একজন ব্যবসায়ী এবং লালমোহন বাজার আড়ৎ মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা কৃষকলীগের সভাপতি। গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ ইং আমার নিজ বাসা হইতে বের হয়ে বাসার পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে পায়ে হেটে রওয়ানা করি। ওই দিন গুড়িগুড়ি বৃষ্টি ছিল। মসজিদ থেকে অনুমান ৫ মিনিটের পথ অতিক্রম করার পর একদল সন্ত্রাসী বাহিনী পিছন থেকে আমার মাথায় লোহা জাতীয় রড কিংবা পাইপ দিয়ে আঘাত করে এবং এলাপাথারি কিলঘুষি লাথি মারতে থাকে। এসময় আমি হামলাকারী কয়েকজনকে চিনতে পারি তবে আমার মাথায় আঘাতের কারণে এক দেড় মিনিটের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলি।
পরদিন ২০ সেপ্টেম্বর ভোরে যখন আমার কিছুটা জ্ঞান ফিরে আসে তখন আমি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম। এরপর আমাকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকা রেফার্ড করা হয়। ঢাকাতে প্রায় ২ সপ্তাহের চিকিৎসা শেষে গত ২ অক্টোবর লালমোহনে আসি। আমি এখনও পুরোপুরি সুস্থতা অর্জন করতে পারিনাই। তবুও আমার আতœীয়স্বজন শুভাকাঙ্খীদের মূল ঘটনা জানানোর জন্য ও ন্যায় বিচার পাওয়ার আশায় সংবাদ সম্মেলন করছি। বাড়ীতে আসার পর যারা আমাকে উদ্ধার করেছে তাদের মারফত জানতে পারলাম ঘটনার দিন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের শাহবাজপুর কলেজ সংলগ্ন আকতার চেয়ারম্যানের বাসার সামনের উত্তর দক্ষিণমুখী আঞ্চলিক মহাসড়কের মাঝখানে আমাকে পূর্বপশ্চিমমূখী শোয়ানো অবস্থায় পান মো. সেলিম বেপারী। সেলিম বেপারী আমাকে জানান, প্রথমে তিনি আমাকে চিনতে পারেননি। কারণ আমার মাথা আমারই ব্যবহৃত ছাতা দিয়ে ঢাকা ছিল। এরপর তিনি ছাতা সরালে আমাকে চিনতে পেরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় উদ্ধার করে আমাকে লালমোহন সদর হাসপাতালে নিয়ে যান এবং আমার পরিবারকে খবর দিলে তারা আমাকে চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে পর্যায়ক্রমে ভোলা, বরিশাল ও ঢাকায় নিয়ে যান।
যেহেতু আমি একজন ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তি, আমার মোটামুটি জমি জমাও আছে। তাই আমার সাথে অনেকের মতবিরোধও থাকতে পারে। তবে কোন সূত্র থেকে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করা হয়েছে তা এখনও বুঝে উঠতে পারিনি। তবে স্থানীয় এক ব্যাক্তির ভাষ্যমতে, ঘটনার দিন হামলার আগমূহুর্তে বহিরাগত দুই ব্যাক্তিকে হামলার স্থানে দেখেছেন বলে জানান। এসময় ওই ব্যাক্তি বহিরাগতদের কাছে দাড়িয়ে থাকার কারণ জানতে চাইলে তারা বলেছেন আমরা একজনের জন্য অপেক্ষা করছি।
ঘটনার দিন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিষয়টিকে দূর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। কেউ কেউ হামলার বিষয়টিও উল্লেখ করেছে। পাশাপাশি সাংবাদিক ভাইয়েরা সংবাদও পরিবেশন করেছেন। ওই সংবাদে আমার ছেলের বক্তব্য তুলে ধরা হয়েছিল। যখন আমার কিছুটা জ্ঞান ফিরেছিলো তখন আমি ছেলের কাছে সন্ত্রাসী হামলার বিষয়টি বলেছিলাম। তবে টাকার বিষয়টি তাকে বলা হয়নি। কিন্তু ওই দিন নিজ বাসা থেকে ৩৫ লক্ষ টাকা আমার ব্যবসা প্রতিষ্ঠানে নেয়ার কথা ছিল। আমার ছেলে ভেবেছিলো হামলার সময় ওই টাকা আমার সাথে ছিল। তাই সে বক্তব্যে ৩৫ লক্ষ টাকার কথা বলেছিল। প্রকৃতপক্ষে ওই দিন বৃষ্টির কারণে পাইকারগণ না আসায় বাসা থেকে আমি ওই টাকা নেইনি। হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিলো আমাকে হত্যা করা। যদি ছিনতাই এর উদ্দেশ্য থাকতো তাহলে তারা আমার ব্যবহৃত টাচ মোবাইল ও সাথে থাকা টাকাপয়সা নিয়ে যেত।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার উপর যে সন্ত্রাসী হামলা করা হয়েছে তা সম্পূর্ণ পরিকল্পিত ও হত্যার জন্যই এই হামলা করা হয়েছে। যার প্রমান হামলাকারীরা আমাকে মৃত ভেবে ঘটনাটিকে সড়ক দূর্ঘটনা হিসেবে সাজাতে ব্যস্ত সড়কের মাঝখানে শুইয়ে রেখেছিল। তবে মহান আল্লাহ রাব্বুল আলআামিন তার অশেষ কৃপায় ও মানুষের দোয়ায় আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে। মামলার স্বার্থে হামলাকারীদের নাম প্রকাশ করলাম না। তবে আপনাদের সহযোগিতা ও প্রশাসনের মাধ্যমে আমার উপর সন্ত্রাসী হামলার ন্যায় বিচার পাবো বলে আমি আশাবাদী।

 

আপনার মন্তব্য এই বক্সে লিখুন

উপদেষ্টা: মো.নকীব তালুকদার
উপদেষ্টা সম্পাদক: আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ঢাকা, আইন উপদেষ্টাঃ মোঃ কামাল হোসেন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যবস্থাপনা সম্পাদক-মো.জাহিদুল ইসলাম দুলাল, সভাপতি লালমোহন জার্নালিষ্ট ফোরাম, ভোলা।

সম্পাদক: মো.শিমুল চৌধুরী
প্রকাশক:আরিফুর রহমান(রাহাত)
অফিস:
৭২৪,১ম তলা প্রেসক্লাব ভবন,ভোলা।
লালমোহন অফিস: ১২ নং ওয়ার্ড লালমোহন পৌরসভা,ভোলা।
বার্তা কক্ষ ই-মেইল: [email protected]
মোবাইল: ০১৭১৫-২৬১৬৪৫

প্রতিষ্ঠাতা: মোঃ মহির উদ্দিন (মাহিম)

কারিগরি সহায়তা: Next Tech

শিরোনাম :
★★ লালমোহনে পাঁচ জয়িতাকে সম্মাননা ★★ লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ★★ ভোলা-৩ আসনে নৌকার প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন এর মনোনয়নপত্র দাখিল ★★ চতুর্থ বারের মতো আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় লালমোহনে এমপি শাওনকে নাগরিক সংবর্ধনা ★★ বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন লালমোহন উপজেলা কমিটির পরিচিতি সভা ★★ ভোলা-৩ আসন আওয়ামীলীগের মনোনয়নপত্র ক্রয় করলেন মো. কামরুজ্জামান শাহ কামরুল ★★ ভোলা-৩ আসন আওয়ামীলীগের মনোনয়নপত্র নিলেন মো. রাকিব হাসান সোহেল ★★ রুদ্র অয়ন এর কাবতা- প্রতিরোধ ★★ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবেনা- এমপি শাওন ★★ লালমোহন হা-মীম স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত