লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনের বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনুছ মিয়ার মৃত বাবা মায়ের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ লালমোহনের আবুগঞ্জ বাজার জামে মসজিদে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত উপলক্ষ্যে আলোচনা করেন মো. ইউনুছ মিয়। আলোচনায় তিনি বলেন ২০১২ সালে আমার বাবা মারা যান। বাবার মৃত্যুর ছয় দিন পর মাও মারা যান। প্রতি বছরই আমি আমার মরহুম বাবা মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করি। এবছর আবুগঞ্জ বাজার জামে মসজিদে আয়োজন করলাম। সকলের কাছে মৃত বাবা মায়ের জন্য দোয়া কামনা করেন তিনি।
জুমার নামাজ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকল মুসল্লিদেরকে তবারক বিতরণ করা হয়।
দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালকের মৃত বাবা মায়ের জন্য দোয়া মোনাজাত
আপডেট : সেপ্টেম্বর, ১৫, ২০২৩, ৪:২১ অপরাহ্ণ
:
