নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার সূর্যের হাসি ক্লিনিকে এসএমসি’র সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অংশগ্রহণ করেন প্যারামেডিক, হেলথ এসিসটেন্ট, সিএসপি, স্বাস্থ্য কর্মীসহ অন্যান্যরা।
গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন এবং ফুলকেয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন মেডিকেল অফিসার (গাইনি & অবস) ডাঃ শাহানা আক্তার । এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল কোঅর্ডিনেটর কাজী মোঃ মোশাররফ হোসেন, প্রোগ্রাম এক্সিকিউটিভ ফিল্ড কোঅর্ডিনেশন মোঃ মাহমুদুল বারী, প্রোগ্রাম অফিসার রজত কান্তি দেবনাথ, ক্লিনিক ম্যানেজার উল্লাস সাহা। সবশেষে পরস্পরের সাথে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে ।