বিশেষ প্রতিনিধি:
লালমোহন পৌরসভার করিম রোড এর ঐতিহ্যবাহী হাওলাদার পরিবারের! মরহুম হানিফ হাওলাদার এর বড় ছেলে মরহুম মফিজুল ইসলাম হাওলাদার ( মফি কমিশনার) এর কনিষ্ঠ পুত্র,বিশিষ্ট রাজনীতিবীদ,সমাজ সেবক এবং ব্যাবসায়ী শাহীনুল ইসলাম কবির হাওলাদার এবং মিনারা বেগম এর একমাত্র সন্তান মোঃ ইমতিয়ারুল ইসলাম কাইফ ২০২০/২১ সালে ঢাকার ঐতিহ্যাবহী ইংলিশ মিডিয়াম স্কুল ( ধানমন্ডি ম্যাফেলিপ এবং ভাট্রিক্যাল হরাইজন এর ছাত্র কৃতিত্বের সাথে O LEVEL পাস করেন, পরবর্তীতে কাইফ লন্ডন এর গ্রীন উইচ ইউনিভার্সিটিতে A LEVEL পড়ার সুযোগ পান, কাইফ গ্রীন উইচ ইউনিভার্সিটি থেকে ২০২২/২৩ সালে কৃতিত্বের সাথে A LEVEL সম্পুর্ন করেন। কাইফ তাঁর ডিপার্টমেন্ট এর প্রতিটি পরীক্ষায় ১ ম এবং ২ য় স্থান অর্জন করেন। ইউনিভার্সিটি বন্ধ দেওয়ার কারণে নারীর টানে কাইফ বাংলাদেশে তাঁর পরিবারের সাথে ছুটি কাটাতে আসেন। ছুটি শেষে কাইফ আগামী ০৪/০৯/২৩ লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছেন। কাইফ লন্ডনে পৌঁছে পুনরায় উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা নগরী (ইংল্যান্ডের) লন্ডন সিটির গ্রীন উইচ ইউনিভার্সিটিতে ২০২৩/২৬ সেশনে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে বি এ অনার্স শুরু করবেন ইনশাআল্লাহ! সকলের নিকট কাইফ এর জন্য দোয়া কামনা করেছেন কাইফের পরিবার। কাইফ সকলের মুখ উজ্জ্বল করে ফিরে আসুক সবাইর মাঝে। কাইফ এবং তাঁর সকল হিতৈষীদের জন্য শুভ কামনা রইলো।
লালমোহনের ছেলে কাইফ এর উচ্চ ডিগ্রি অর্জনের জন্য দোয়ার দরখাস্ত!
আপডেট : সেপ্টেম্বর, ২, ২০২৩, ৭:৪৮ অপরাহ্ণ
:
