রবিবার, সন্ধ্যা ৬:১৭, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ভোলা ট্রিবিউনের পক্ষ হতে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
জাতীয় | আন্তর্জাতিক | ভোলা সদর | দৌলতখান | বোরহানউদ্দিন | লালমোহন | তজুমুদ্দিন | চরফ্যাশন | মনপুরা | ভোলার ইতিহাস ঐতিহ্য | বিশেষ সাক্ষাৎকার | প্রবাসীদের কথা | পাঠক কলাম |

করোনার ফ্রন্টলাইনার পুলিশ সুপার সাইফুল ইসলামসানতু কর্মউদ্যোগে এখনো সক্রিয় 

আপডেট : জুলাই, ২, ২০২৩, ৮:২১ অপরাহ্ণ

:

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পুলিশ বাহিনীর অর্জনের পাল্লা, সুনামের খাতা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। পুলিশ বাহিনীর অর্জনের আড়ালে, বিহাইন্ড দ্য সিনে মাস্টারমাইন্ড হিসেবে নিঃস্বার্থভাবে অনেকে কাজ করে থাকেন। যারা দায়িত্বের জায়গা থেকে পুলিশ বাহিনীর জন্য সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছেন। একজন নেতা যেমন কর্মীদের অনুপ্রেরণা দিয়ে নেতৃত্ব প্রদান করে সংগঠনকে এগিয়ে নিয়ে যান, একজন কোচ যেভাবে কনফিডেন্স লেভেল তৈরি করে শিষ্যের কাছ থেকে সেরাটুকু বের করে আনেন। পুলিশ কর্মকর্তাদের মধ্য অনেকে শত বিপদে, প্রতিকূলতার মধ্যে বট গাছের ন্যায় আগলে রাখেন অধীনস্থ পুলিশ কর্মকর্তা,কর্মচারী, সদস্যদের। নিজের সর্বোচ্চ চেষ্টা আর শ্রমের সমন্বয়ে সন্তুষ্ট করেন সেবাপ্রার্থীদের। নিজেকে উজার করে বিলিয়ে দেন মানবসেবায়।  এমনই একজন মানবিক হৃদয় সম্পন্ন পুলিশ কর্মকর্তা হলেন পুলিশের জীবন্ত কিংবদন্তী, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের
পুলিশ সুপার (অপারেশন এন্ড ডেভেলপমেন্ট) সাইফুল ইসলাম সানতু।
 ইতোপূর্বে তিনি পুলিশ বাহিনীর বিভিন্ন পদে যথেষ্ট সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে পেশাদারিত্ব অক্ষুণ্ণ রেখেছেন। মানুষের অতন্ত্র প্রহরী হয়ে খুন,ধর্ষণ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাদাঁবাজ, ইভটিজারসহ অপরাধ মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।’ “পুলিশ জনগণের বন্ধু” তিনি এই বাক্যটির উৎকৃষ্ট নিদর্শন হয়ে নিজেকে প্রমাণ করেছেন। তিনি ধনী-গরিব, রিক্সাচালক হতে সব শ্রেণি পেশার মানুষকে সমান চোখে দেখেছেন।
তিনি একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ পুলিশ অফিসার। সবাই তাকে গরিবের বন্ধু,মানবিক পুলিশ কর্মকর্তা হিসাবে জানেন। তিনি তাঁর সততা, ন্যায়নিষ্ঠা ও  বিচক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যোগদানের পর হতে এ হাসপাতালে যে আধুনিকতার ছোয়া, পরিবর্তনের হাওয়া, কাজের গতিশীলতা, সফলতা, এসব কিছুর পেছনে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। তিনি একজন ব্যতিক্রমধর্মী পুলিশ অফিসার। করোনাকালীন মহামারীতে ফ্রন্টলাইনার হয়ে মানবিকতার দৃষ্টান্ত সৃষ্টি করে অসংখ্য মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন।করোনায় সারাদেশ যখন লকডাউন, তখন তার জীবনের অনিশ্চয়তা আর ঝুঁকি থাকা সত্ত্বেও তার মানবিক হৃদয়কে অর্পণ করেছেন হাসপাতালে আসা আক্রান্ত রোগীদের ওপর। বিবেকের ব্যাকুলতায় আক্রান্ত রোগীদের পাশে এসে বাড়িয়েছেন সহায়তার কোমল দু’হাত। তার ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা।
তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তাই নন পাশাপাশি অনেক সামাজিক কর্মকান্ডে তিনি অবদান রাখছেন। পুলিশের রুটিন ওয়ার্কের বাইরেও এ পুলিশ কর্মকর্তা অনেক মানবিক কাজ করে যাচ্ছেন দেশ এবং জাতির কল্যাণের জন্য। তিনি একজন সৎ, নিঃস্বার্থ, নির্লোভ, সহজ-সরল, মানবিক পরিচ্ছন্ন ও রুচিশীল ডায়ানামিক পুলিশ সুপার হিসেবে  স্থাপন করেছেন অনন্য উদাহরণ। সাইফুল ইসলাম সানতু বলেন, আমি জনগনের সেবক হিসেবে কাজ করি। পুলিশ জনগণের বন্ধু ও সেবকও। পুলিশ সব সময়ই জনগণের বন্ধু হিসেবে জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

আপনার মন্তব্য এই বক্সে লিখুন

উপদেষ্টা: মো.নকীব তালুকদার
উপদেষ্টা সম্পাদক: আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ঢাকা, আইন উপদেষ্টাঃ মোঃ কামাল হোসেন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যবস্থাপনা সম্পাদক-মো.জাহিদুল ইসলাম দুলাল, সভাপতি লালমোহন জার্নালিষ্ট ফোরাম, ভোলা।

সম্পাদক: মো.শিমুল চৌধুরী
প্রকাশক:আরিফুর রহমান(রাহাত)
অফিস:
৭২৪,১ম তলা প্রেসক্লাব ভবন,ভোলা।
লালমোহন অফিস: ১২ নং ওয়ার্ড লালমোহন পৌরসভা,ভোলা।
বার্তা কক্ষ ই-মেইল: [email protected]
মোবাইল: ০১৭১৫-২৬১৬৪৫

প্রতিষ্ঠাতা: মোঃ মহির উদ্দিন (মাহিম)

কারিগরি সহায়তা: Next Tech

শিরোনাম :
★★ লালমোহনে পাঁচ জয়িতাকে সম্মাননা ★★ লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ★★ ভোলা-৩ আসনে নৌকার প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন এর মনোনয়নপত্র দাখিল ★★ চতুর্থ বারের মতো আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় লালমোহনে এমপি শাওনকে নাগরিক সংবর্ধনা ★★ বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন লালমোহন উপজেলা কমিটির পরিচিতি সভা ★★ ভোলা-৩ আসন আওয়ামীলীগের মনোনয়নপত্র ক্রয় করলেন মো. কামরুজ্জামান শাহ কামরুল ★★ ভোলা-৩ আসন আওয়ামীলীগের মনোনয়নপত্র নিলেন মো. রাকিব হাসান সোহেল ★★ রুদ্র অয়ন এর কাবতা- প্রতিরোধ ★★ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবেনা- এমপি শাওন ★★ লালমোহন হা-মীম স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত