আরশাদ মামুন :
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনার জন্যই দেশের এতত উন্নয়ন সম্ভব হচ্ছে। যা অন্য কোন সরকারের সময়ে কল্পনাও করা অসম্ভব ছিলো।
লালমোহন পৌরসভা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটায় পৌর আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
লালমোহন পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আবারো নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই।
সভায় পৌর আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, খালেক সওদাগর, কাউন্সিলর ইমাম হোসেন হাওলাদার, কাউন্সিলর জহুরুল ইসলাম মাসুদ, কাউন্সিলর রায়হান মাসুুম, এনামুল হক ফরিদ, বদরুজ্জামান বাদল,রফিজল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।