আরশাদ মামুন, লালমোহন:
লালমোহন তজুমদ্দিনের উপকূলীয় বাঁধ পুর্নবাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও নদীর তীর সংরক্ষণ (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন-লালমোহন উপজেলার উপকূলীয় বাঁধ পুর্নবাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও নদীর তীর সংরক্ষণ (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন শেষে ভোলা পওর বিভাগ-২, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এর বাস্তবায়নে বিশাল “জনসমাবেশ” এ অংশগ্রহণ করেন মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামিম এমপি। প্রধান প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড (দক্ষিণাঞ্চল জনাব মজিবুর রহমান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত সচিব (উন্নয়ন) পানি সম্পদ মন্ত্রনালয় মোঃ নুরুল আলম, অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) পানি উন্নয়ন বোর্ড রমজান আলী প্রামানিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-ভোলা) আসাদুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভোলা পওর সার্কেল, পানি উন্নয়ন বোর্ড ভোলা মোঃ বাবুল আখতার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।