জাহিদ দুলাল, লালমোহন ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা, স্থির ও প্রমান্যচিত্র এবং নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে লালমোহন উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
তিনি বলেন, বাংলাদেশের গনতন্ত্রের ইতিহাসে ১৯৮১ সালে আজকের এই দিনটি ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলফলক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন এবং ধানমন্ডির ৩২ নং বাড়িতে যান । তখনকার স্বৈরশাসক তাকে তার বাড়ীতে ঢুকতে না দেয়ার কারণে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন এবং মিলাদ মাহফিল করেন।
তিনি আরো বলেন, নানান ষড়যন্ত্র ও বিভিন্ন চক্রান্ত করেও শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারেনি। শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার পরে বাংলাদেশ আজ বর্হিবিশ্বে এক উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। এজন্য আগামীতেও ভোট বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।
লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালেক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদারসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে নাটক মহাস্বপ মন্তস্থ হয়। এরপর মাল্টিমিডিয়ার মাধ্যমে স্থির প্রমান্যচিত্র প্রদর্শণ করা হয়।