লালমোহন প্রতিনিধি :
ভোলার লালমোহনে অনামিকা আইসিটি প্রশিক্ষন কেন্দ্রে বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত “ভোলা জেলা হতদরিদ্র মানুষের উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান প্রকল্প ” পরিদর্শন করেছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের (উদ্ভাবনী ও বিশেষ অনুদান শাখা) উপ সচিব মোঃ জাকির হোসেন (বাচ্চু) ।
সম্প্রতি এই আইসিটি কেন্দ্র পরিদর্শনের সময় লালমোহন উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এবং অনামিকা আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক, মীর হাবিব সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনামিকা আইসিটি প্রশিক্ষন কেন্দ্রের পরিচালক মীর হাবিব জানান, ২০২০ সাল থেকে এই আইসিটি কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে। ভোলা জেলার হত দরিদ্র মানুষদের উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে উপকৃত হচ্ছে গরীব ঘরের ছেলে-মেয়েরা।
আইসিটি মন্ত্রণালয়ের বিশেষ অনুদান খাত,
“আই সি টি ক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়ন ও জনসেবা মূলক কার্যক্রম প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২০২১-২০২২ অর্থবছরের ৩য় রাউন্ডে বিশেষ অনুদান” খাতের সহায়তায় সংস্থাটি ফ্রিতেই কম্পিউটার প্রশিক্ষণ সেবা ২০০ জন হতদরিদ্র যুব নর-নারীদের দিয়ে আসছে।
তারা বিভিন্ন স্কুল কলেজে লেখা পড়া করার পাশাপাশি কম্পিউটার শিখে আত্মকর্মসংস্থানের দিকে প্রস্ততি নিচ্ছে । অন্যথায় তাদের পরিবারের অর্থের অভাব পূরণ করছে।এছাড়া অনেকে বিকল্প কর্মসংস্থানের জন্য কম্পিউটার শিখে অনলাইনের উপর অভিজ্ঞতা অর্জন করছে। তারা এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্ম ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক , এনজিও সরকারি প্রতিষ্ঠান এবং কমিউনিটি সেন্টারে আইসিটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হলে সেখানে দক্ষতার সাথে কাজ করতে পারবে।ভোলার লালমোহন পৌর এলাকার রসুলবাগে অবস্থিত এই কেন্দ্রে বর্তমানে প্রায় দুই শতাধিক (২০০) তরুণ তরুণী ফ্রিতেই প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পাবে। আরো অনেকেই প্রশিক্ষণ গ্রহণের জন্য আগ্রহী। প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম অব্যাহত থাকলে আগ্রহী হতদরিদ্র শিক্ষার্থীরাও সুযোগ পাবে।