শনিবার, সন্ধ্যা ৬:১৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি
ভোলা ট্রিবিউনের পক্ষ হতে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
জাতীয় | আন্তর্জাতিক | ভোলা সদর | দৌলতখান | বোরহানউদ্দিন | লালমোহন | তজুমুদ্দিন | চরফ্যাশন | মনপুরা | ভোলার ইতিহাস ঐতিহ্য | বিশেষ সাক্ষাৎকার | প্রবাসীদের কথা | পাঠক কলাম |

পদক্ষেপ বাংলাদেশের বিজয়ের প্রথম প্রভাত ২০১৯

আপডেট : নভেম্বর, ২৮, ২০১৯, ৫:২৯ অপরাহ্ণ

:

রিপন শান: অন্য এক আগামীর পথ ধরে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত পদক্ষেপ বাংলাদেশ। ‘কালে-কালান্তরে-মাটি-মানুষে-সমৃদ্ধ…’ শ্লোগান বুকে ধারণ করে ২০০১ সালের ১৪ অক্টোবর কয়েকজন তারুণ্যদীপ্ত সংস্কৃতি কর্মীর হাত ধরে পথচলা শুরু হয় তাদের। স্বমহিমায় দীপ্ত শিল্প-সাহিত্য-সংস্কৃতির সৃজনশীল সংগঠন পদক্ষেপ বাংলাদেশ শৈশব পেরিয়ে যৌবনের দুয়ারে করা নাড়ছে উচ্ছসিত আহবানে। তারা স্বপ্ন দেখে একটি সুন্দর, স্বপ্নীল, শোষণহীন, শান্তি ও মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত ডিজিটাল বাংলাদেশের। যে বাংলাদেশের বুক ভরে উঠবে সুস্থ সংস্কৃতির পত্র পল্লবে। চর্চা হবে সম্প্রীতি ও সাম্যের। গড়ে উঠবে একটি নতুন সাংস্কৃতিক প্রজন্ম।

পদক্ষেপ বাংলাদেশ-এর আয়োজন, কর্মসূচী ব্যতিক্রম ও বৈচিত্রময়। তারই ধারাবাহিকতায় বিগত বছরের ন্যায় পদক্ষেপ বাংলাদেশ-এর আয়োজনে জাতীয় সংগঠনসমূহ ও শিল্পীদের অংশগ্রহণে ‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্তরে আগামী ১ ডিসেম্বর ২০১৯, রবিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ সামাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদক্ষেপ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি বাদল চৌধুরী। ঘোষণাপত্র পাঠ করবেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা।বিজয়ের শৈল্পিক পরিবেশনায় অংশগ্রহণ করবে— দলীয় সঙ্গীত : সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, সমস্বর, পদক্ষেপ বাংলাদেশ।
দলীয় নৃত্য : স্পন্দন, নৃত্যাক্ষ।
দলীয় আবৃত্তি : ঢাকা স্বরকল্পন।
একক সঙ্গীত : সানজিদা মঞ্জুরুল হ্যাপী, মোহনা দাশ, আরিফুর রহমান, আবিদা রহমান সেতু।
একক আবৃত্তি : আহকাম উল্লাহ, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, মাহফুজা আক্তার মীরা।
রয়েছে কবিকণ্ঠে বিজয়ের ছড়া ও কবিতা পাঠ ।।
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন : মানজারুল ইসলাম চৌধুরী সুইট।

আপনার মন্তব্য এই বক্সে লিখুন

উপদেষ্টা: মো.নকীব তালুকদার
উপদেষ্টা সম্পাদক: আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ঢাকা, আইন উপদেষ্টাঃ মোঃ কামাল হোসেন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যবস্থাপনা সম্পাদক-মো.জাহিদুল ইসলাম দুলাল, সভাপতি লালমোহন জার্নালিষ্ট ফোরাম, ভোলা।

সম্পাদক: মো.শিমুল চৌধুরী
প্রকাশক:আরিফুর রহমান(রাহাত)
অফিস:
৭২৪,১ম তলা প্রেসক্লাব ভবন,ভোলা।
লালমোহন অফিস: ১২ নং ওয়ার্ড লালমোহন পৌরসভা,ভোলা।
বার্তা কক্ষ ই-মেইল: [email protected]
মোবাইল: ০১৭১৫-২৬১৬৪৫

প্রতিষ্ঠাতা: মোঃ মহির উদ্দিন (মাহিম)

কারিগরি সহায়তা: Next Tech

শিরোনাম :
★★ শেখ হাসিনা আছেন বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে- এমপি শাওন ★★ শেখ হাসিনার সরকার শুধু শহর নয় গ্রামাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন – এমপি শাওন ★★ তজুমদ্দিনে ১১শ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি শাওন ★★ শোষিত বঞ্চিত মানুষের পক্ষে বঙ্গবন্ধু প্রতিবাদী কন্ঠস্বর ★★ শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে বাংলার জনগন- এমপি শাওন ★★ সামনের স্মার্ট নাগরিক হবে প্রযুক্তি নির্ভর-এমপি শাওন ★★ ষড়যন্ত্র ও চক্রান্ত করে শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারেনি- এমপি শাওন ★★ ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় লালমোহনে প্রস্তুত ১৯৮টি আশ্রয়কেন্দ্র ★★ লালমোহনে পিতৃভিটা উদ্ধারে দ্বারেদ্বারে ঘুরছে সন্তানরা ★★ লালমোহনে অনামিকা আইসিটি প্রশিক্ষন কেন্দ্রে চলমান ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ পরিদর্শন করলেন উপ সচিব জাকির হোসেন (বাচ্চু)