ভোলা ট্রিবিউন নিউজ:
ভোলার লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ এলাকার আলহাজ্ব আবুল কাশেম মডেল স্কুল ও দক্ষিণ ফাতেমাবাদ স্লুইজ গেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম মিয়া। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
এছাড়া অন্যান্যের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন- আলহাজ্ব আবুল কাশেম মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মো. ইকবাল হোসেন জুলহাস, প্রধান শিক্ষক ডা. মো. সালাউদ্দিন চিশতি, দক্ষিণ ফাতেমাবাদ স্লুইজ গেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তৈয়ব হোসেন, প্রধান শিক্ষিকা নাসিমা বেগম প্রমূখ।।
লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আপডেট : জানুয়ারি, ২৭, ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ
:
