লালমোহন প্রতিনিধি:
“জেনে শুনে গড়ি-মজবুত ও নিরাপদ বাড়ি” শ্লোগানে ভোলার লালমোহনে বি.এস.আর.এমের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার পর লালমোহন বিএফজি চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বি.এস.আর. এম রডের বিভিন্ন বিষয় নিয়ে মাল্টিমিডিয়ায় উপস্থাপন ও আলোচনা করেন প্রোডাক্ট ইঞ্জিনিয়ার মেহেদী হাসান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বরিশাল বিভাগীয় ইনচার্জ প্রদিপ পাল রানা, বি.এস.আর.এমের লালমোহনের ডিলার ছানাউল্যাহ মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলার অফিসার মো. রহুল আমিন প্রমূখ।
এসময় বিভিন্ন সেক্টরের ইঞ্জিনিয়ার, গন্যমান্য ব্যাক্তি, গ্রাহকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মধ্যে বিতরণকৃত কার্ডের মাধ্যমে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ৫জনকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত সকলকে বি.এস.আর. এমের পক্ষ থেকে পুরস্কার ও রাতের খারার বিতরণ করা হয়।