আরশাদ মামুন:
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আধুনিক সুশিক্ষায় শিক্ষিত জাতি গড়তে শিক্ষা খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। বহুগুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন শহীদ শেখ কামাল৷ একদিকে যেমনি সফল ক্রীড়াসংগঠক তেমনি সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ ইতিবাচক বহুগুণে গুণান্বিত শেখ কামাল ক্রীড়াঙ্গনের জন্য ব্যাপক ভূমিকা রেখে গেছেন। ১৭ জানুয়ারী সকালে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা এ্যাথেলেটিকস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন, বিএনপি জামায়াতে সন্ত্রাসী জোটের সময়ে কলমের পরিবর্তে হাতে অস্ত্র ধরিয়ে দেওয়ার রাজনীতি চলছিলো। যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছেন। উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ আহবায়ক মূর্তজা সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন প্রমুখ বক্তব্য রাখেন।
