আরশাদ মামুন:
৪৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল ইভেন্টে মাধ্যমিক পর্যায়ে বিজয়ী লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পুরস্কার গ্রহণ করেন হা-মীম রেসিঃ স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।