সিরাজগঞ্জ প্রতিনিধি :
মানব সেবায় নিবেদিত চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত মানুষগুলোর স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে “সায়েন্টিফিক সেমিনার অন ফুলকেয়ার” অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ বেলা এক ঘটিকায় অনুষ্ঠিত সেমিনার-এ উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার, স্যাকমো ও মিডওয়াইফ এর কর্মকর্তাবৃন্দ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএইচএফপিও জনাব মোমেনা পারভিন পারুল, সোশ্যাল মার্কেটিং কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার (ট্রেনিং) ডাঃ সাব্বির আহমেদ, রিজিওনাল কোঅর্ডিনের (এমএমএস) কাজী মোঃ মোশাররফ হোসাইন (বগুড়া), সিনিয়র প্রোগ্রাম অফিসার (টিএসডি) মোঃ মাহমুদুল বারী।
সেমিনারে সোশ্যাল মার্কেটিং কোম্পানী বাংলাদেশে যেসব বিষয়ে জাতীয়ভাবে অবদার রাখছে ১৯৭৪ সাল থেকে তার সংক্ষিপ্ত বিবরণ এবং সায়েন্টিফ সেমিনারের তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন রিজিওনাল কোঅর্ডিনের (এমএমএস) কাজী মোঃ মোশাররফ হোসাইন (বগুড়া)।
সিনিয়র প্রোগ্রাম অফিসার (টিএসডি) মোঃ মাহমুদুল বারী তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এসএমসির পাশে থেকে ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
প্রধান বক্তা হিসেবে ইউএইচএফপিও জনাব মোমেনা পারভিন পারুল বলেন, “বাংলাদেশের কম ওজনের শিশু ও অপরিণত শিশুর জন্ম রোধ কল্পে সরকারের পাশাপাশি এসএমসি কাজ করছে যা অত্যন্ত আশাজাগানিয়া। এসএমসি ফুলকেয়ার নামক যে প্রোডাক্টটি বাজারে এনেছে তা গ্রহণে কিভাবে গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর কাজে আসবে তা বিজ্ঞানের ভিত্তিতে ব্যাখ্যা করেন। তিনি বলেন এই ট্যাবলেট এ আয়রন, ফলিক এসিডসহ যে ১৫টি মাইক্রোনিয়েন্ট মিনারেল রয়েছে তা যদি একজন গর্ভতী মা গর্ভকালীন সময়ে ১৮০দিন সেবন করেন তবে নির্ধারিত সময়ের পূর্বে শিশু জন্মগ্রহণ রোধ, কম ওজনের ও অপরিণত শিশু জন্মগ্রহণের সম্ভাবনা কমে যায় ফলে মা ও শিশু উভয়েই ঝুঁকিমুক্ত থাকে। এছাড়া এই প্রোডাক্টটি সাশ্রয়ী মূল্যে এই কোম্পানী বাজারজাত করছে যা আমাদের নি¤œ আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকছে।” তিনি আরো বলেন- “ওয়ান ফুলকেয়ার অ্যা ডে, হেলদি বেবি অন দ্যা ওয়ে”।
পরে প্রশ্নোত্তর পর্বে ডেপুটি ম্যানেজার (ট্রেনিং) ডাঃ সাব্বির আহমেদ উপস্থিত সকলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রজত কান্তি দেবনাথ প্রোগ্রাম অফিসার (এমএমএস)-সিরাজগঞ্জ।