এ,কে এম গিয়াসউদ্দিন (ভোলা)ঃ
ভোলা চরফ্যাশনে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ট্রলার ও জেলে নিখোঁজের ৭ দিন পর সন্ধান পাওয়া গিয়াছে। সুত্র জানায় চরফ্যাশন চরমানিকা ইউনিয়নের ১৩ জন জেলে সহ ট্রলার নিখোঁজের ৭ দিন পর তাদের সন্ধান মিলেছে।
নিখোঁজ হওয়া জেলে বারেক মাঝির ভাই মো. বাবুল আমাদের প্রতিনিধি কে জানান আমার ভাই বারেক মাঝি আমার মোবাইল ফোনে কল করেন। তিনি বেচে আছেন এবং ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী মহিপুরে চালনায় মাছ ধরার ট্রলার ও ১৩ জন জেলে সুস্থ আছেন। তারা এলাকায় আসছেন বলে ফোনে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআল নোমান রাহুল বলেন চরমানিকা ইউনিয়নের ১৩ জন জেলে সহ বারেক মাঝির ট্রলারটির সন্ধানে ব্যাপারে আমি অবগত নহি।
যেহেতু জেলেরা তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছে অবশ্যই ফিরে আসার জন্য আমরাও সহযোগিতা করব। তবে নিখোঁজ জেলেরা ফিরে আসলে এলাকায় স্বস্তি ফিরে আসবে।তিনি আরো জানান, ১৩ জন বাড়িতে ফিরে আসলেও ২ জন জেলে নিখোঁজ রয়েছেন
উল্লেখ্যে গত (১৬ আগষ্ট) ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরে সৃষ্ট বনিম্নচাপের প্রভাবে উপজেলার চরমানিকা ইউনিয়নের বারেক মাঝির মালিকানাধীন “ লামিয়া ” নামে মাছ ধরার ট্রলারটি ১৩ জেলে নিয়ে নিখোঁজ হন, ট্রলার নিখোঁজ হওয়ার ৭দিন অতিবাহিত হলে বুধবার বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী মহিপুরের চালনা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় আছেন বলে নির্ভর যোগ্য সুত্র নিশ্চিত করেছেন।