এ, কে এম গিয়াসউদ্দিন, চরফ্যাশন :
ভোলা চরফ্যাশনে হারানো টাকা ১০ ঘন্টার মধ্য উদ্ধার করে প্রশংসায় ভাসছে পুলিশ। সুত্র জানায় গত ১১ জুলাই সোমবার সকাল ১১ টায় রাহাত(৩১) ব্যাংকে জমা ও পরিবার, সন্তানের চিকিৎসার জন্য ২লক্ষ টাকা বহনকারী অটোরিকশায় ভুলবশত রেখে যায়।
মোঃ রাহাত জানান অটোরিকশাটি চরফ্যাশন পৌরসভা ৯ নং ওয়ার্ডে মেঘনা ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কাছে আসলে আমাদের সাথে থাকা ভুলে টাকার শপিংব্যাগ টি রেখে চলে আসি।অটোরিকশা চালক শপিং ব্যাগের টাকা নিয়ে চলে যায়।
পরবর্তীতে অনেক খোজাখুজির পর পাওয়া না গেলে থানায় অভিযোগ দায়ের করলে চরফ্যাশন থানা পুলিশের তৎপরতায় ডায়াগনস্টিক সেন্টারের সামনে থাকা সিসি টিভি ফুটেজ দেখে অটোরিকশা চালক মোঃ সোহাগ (৪৫) পৌরসভা ২নং ওয়ার্ড থেকে টাকা সহকারে ১০ ঘন্টার মধ্য উদ্ধারে সক্ষম হয়েছেন।
অটোরিকশা চালক মোঃ সোহাগ চরফ্যাশন পৌরসভার ২নং ওয়ার্ডের আঃ মতিনের ছেলে।
উল্লেখ্য স্থানীয় সচেতন মহল মনে করেন উদ্ধার হওয়া ২ লক্ষ টাকার শপিং ব্যাগ ১১ আগষ্ট বৃহস্পতিবার রাত আটটায় চরফ্যাশন থানার অফিস কক্ষে মোঃ রাহাত ও তার স্ত্রীকে জিডি মুলে সম্পুর্ন টাকা হস্তান্তর করে পুলিশ বিভাগে প্রশংসায় ভাসিয়েছেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃমনির হোসেন মিয়া আমাদের দেশবাংলা কে জানান অভিযোগের ভিত্তিতে এস আই (নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১১জুলাই ভুলবশত রেখে যাওয়া টাকা ১০ ঘন্টার মধ্য উদ্ধার হওয়া টাকা মোঃ রাহাত পিতা ঃ শহীদ হাং সাং ওসমানগন্জ (৯নং) ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নিকট হস্তান্তরিত করা হয়েছে।
তিনি আরো বলেন জেলা পুলিশ সুপার টাকা উদ্ধারের সফলতায় থানা পুলিশের ভূয়সী প্রশংসা করেন।এবং চরফ্যাশনে সকল গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনে উৎসাহ প্রদান ও জনগন যাতায়াতের সচেতনতায় আহবান জানান।