এ,কে এম গিয়াসউদ্দিন (চরফ্যাশন) ঃভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়াছে। সুত্র জানায় আজ(১৬ জুলাই) শনিবার সকাল ১১ টার দিকে শোহানা বেগম (৫) ও ফাতেমা (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. ফজলুর এর কনিষ্ঠ মেয়ে শোহানা (৫) ও ভাগ্নি জামাই মো. মতিন এর মেয়ে ফাতেমা (৪) মৃত্য হয়।দক্ষিণ আইচা নানা বাড়ীতে ফাতেমা মায়ের সাথে বেড়াতে আসেন। সম্পর্কে দুইজন আপন খালা বোন-ঝি।
পরিবারিক তথ্য মতে, শনিবার সকালে জহিরুল হক পাটোয়ারী বাড়ির নানা শরিফের ঘরের পাশে দুই খালা-বোনঝি খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর তাদেরকে আর দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদেরসকে উদ্ধার করে। স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃতুতে এলাকায় শোকের মাতন বিরজ করছ।
দক্ষিণ আইচা থানার (ওসি) মো. শাখাওয়াত হোসেন দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।