মঙ্গলবার, রাত ১২:৫২, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি
ভোলা ট্রিবিউনের পক্ষ হতে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
জাতীয় | আন্তর্জাতিক | ভোলা সদর | দৌলতখান | বোরহানউদ্দিন | লালমোহন | তজুমুদ্দিন | চরফ্যাশন | মনপুরা | ভোলার ইতিহাস ঐতিহ্য | বিশেষ সাক্ষাৎকার | প্রবাসীদের কথা | পাঠক কলাম |

শিক্ষিকাসহ একাধিক ধর্ষণ মামলার আসামি মনপুরায় সাবেক ছাত্রলীগ নেতা এনাম আটক

আপডেট : জুলাই, ৪, ২০২২, ৮:৩১ অপরাহ্ণ

:

 

মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরার ত্রাস, শ্রেণী কক্ষে এক শিক্ষিকা ধর্ষনের অভিযোগসহ একাধিক ধর্ষন মামলার পলাতক আসামী সাবেক উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এনাম হাওলাদারকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের খাতায় ওই ছাত্রলীগ নেতা পলাতক থাকলেও রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় ছিল তার অবাধ বিচরন। অবশেষে দীর্ঘ ৪ বছর পর ধর্ষন মামলার আসামী সাবেক ছাত্রলীগ নেতা আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

সোমবার বেলা সাড়ে ১২ টায় এস.আই শ্রীকান্তের নের্তৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ সাকুচিয়ার জনতা বাজার এলাকা থেকে আটক করে। পরে দুপুর ২ টায় আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, এনাম এলাকায় অবস্থান করে ব্যবসা-বানিজ্যসহ সকল অপকর্ম পরিচালনা করে আসছে। তার বাবা জাহাঙ্গীর হাওলাদার ইউনিয়ন আ’লীগের সভাপতি। বাবার ক্ষমতায় ছেলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাছাড়া রাজনৈতিক প্রভাবে এত অপকর্ম করার পরও বহিস্কৃত ছাত্রলীগ নেতাকে পুলিশ এতদিন আটক করেনি। এখন আটক করায় এলাকায় স্বস্তি বিরাজ করছে।

জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এনাম হাওলাদার ২০১৮ সালে হারিচ রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে শ্রেণী কক্ষে ধর্ষণের চেষ্ঠা করে। পরে ওই শিক্ষিকা থানায় মামলা করে। যা মামলা নং- ৪৩৬/২০১৮।
সেই সময়ে অভিযুক্ত এনাম হাওলাদারকে আটক করে দৃষ্ঠান্ত শাস্তি দাবীতে শিক্ষকসহ স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কার্যক্রম করলেও আটক করতে পারেনি পুলিশ। তবে ওই সময় জেলা ছাত্রলীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এনামকে ছাত্রলীগ থেকে বহিস্কার করে।

এরপরই ২০২১ সালে ১১ ফেব্রæয়ারী উপজেলার দক্ষিণ সাকুচিয়া ৩ নং ওয়ার্ডে রাতে ঘরে ঢুকে এক গৃহবধুকে ধর্ষণ করতে চেষ্ঠা করে অভিযুক্ত বহিস্কৃত ছাত্রলীগ নেতা এনাম হাওলাদার। সেই ঘটনায় ১৩ ফেব্রæয়ারী থানায় মামলা হয়। যার মামলা নং- ৩৮১/২১। তখন পুলিশ এনাম হাওলাদারকে আটক করতে পারেনি।

এরপর একে একে আরও দুইটি ধর্ষন মামলা হয় বহিস্কৃত ছাত্রলীগ নেতা এনাম হাওলাদারের বিরুদ্ধে। কিন্তু এলাকায় অবস্থান করার পরও রাজনৈতিক ছত্রছায়ায় ওই প্রভাবশালী ছাত্রলীগ নেতাকে আটক করে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়। দীর্ঘ ৪ বছর পর পুলিশ অভিযানে আটক হওয়ায় এলাকায় স্বস্তি বিরাজ করছে।

এই ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভপাতি শামসুদ্দিন সাগর জানান, অপকর্মের জন্য এনামকে ছাত্রলীগ থেকে বহিস্কার করেছে জেলা ছাত্রলীগ। এনাম ছাত্রলীগের কেউ নন।

এই ব্যাপারে দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, এনাম বিরুদ্ধে একাধিক ধর্ষন মামলা রয়েছে। ধর্ষন মামলার পলাতক আসামীকে পুলিশ আটক করেছে। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় অনেকে অভিযোগ রয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, ধর্ষন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এনাম হাওলাদারকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য এই বক্সে লিখুন

উপদেষ্টা: মো.নকীব তালুকদার
উপদেষ্টা সম্পাদক: আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ঢাকা, আইন উপদেষ্টাঃ মোঃ কামাল হোসেন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যবস্থাপনা সম্পাদক-মো.জাহিদুল ইসলাম দুলাল, সভাপতি লালমোহন জার্নালিষ্ট ফোরাম, ভোলা।

সম্পাদক: মো.শিমুল চৌধুরী
প্রকাশক:আরিফুর রহমান(রাহাত)
অফিস:
৭২৪,১ম তলা প্রেসক্লাব ভবন,ভোলা।
লালমোহন অফিস: ১২ নং ওয়ার্ড লালমোহন পৌরসভা,ভোলা।
বার্তা কক্ষ ই-মেইল: [email protected]
মোবাইল: ০১৭১৫-২৬১৬৪৫

প্রতিষ্ঠাতা: মোঃ মহির উদ্দিন (মাহিম)

কারিগরি সহায়তা: Next Tech

শিরোনাম :
★★ শেখ হাসিনা আছেন বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে- এমপি শাওন ★★ শেখ হাসিনার সরকার শুধু শহর নয় গ্রামাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন – এমপি শাওন ★★ তজুমদ্দিনে ১১শ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি শাওন ★★ শোষিত বঞ্চিত মানুষের পক্ষে বঙ্গবন্ধু প্রতিবাদী কন্ঠস্বর ★★ শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে বাংলার জনগন- এমপি শাওন ★★ সামনের স্মার্ট নাগরিক হবে প্রযুক্তি নির্ভর-এমপি শাওন ★★ ষড়যন্ত্র ও চক্রান্ত করে শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারেনি- এমপি শাওন ★★ ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় লালমোহনে প্রস্তুত ১৯৮টি আশ্রয়কেন্দ্র ★★ লালমোহনে পিতৃভিটা উদ্ধারে দ্বারেদ্বারে ঘুরছে সন্তানরা ★★ লালমোহনে অনামিকা আইসিটি প্রশিক্ষন কেন্দ্রে চলমান ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ পরিদর্শন করলেন উপ সচিব জাকির হোসেন (বাচ্চু)