মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরার ত্রাস, শ্রেণী কক্ষে এক শিক্ষিকা ধর্ষনের অভিযোগসহ একাধিক ধর্ষন মামলার পলাতক আসামী সাবেক উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এনাম হাওলাদারকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের খাতায় ওই ছাত্রলীগ নেতা পলাতক থাকলেও রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় ছিল তার অবাধ বিচরন। অবশেষে দীর্ঘ ৪ বছর পর ধর্ষন মামলার আসামী সাবেক ছাত্রলীগ নেতা আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
সোমবার বেলা সাড়ে ১২ টায় এস.আই শ্রীকান্তের নের্তৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ সাকুচিয়ার জনতা বাজার এলাকা থেকে আটক করে। পরে দুপুর ২ টায় আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, এনাম এলাকায় অবস্থান করে ব্যবসা-বানিজ্যসহ সকল অপকর্ম পরিচালনা করে আসছে। তার বাবা জাহাঙ্গীর হাওলাদার ইউনিয়ন আ’লীগের সভাপতি। বাবার ক্ষমতায় ছেলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাছাড়া রাজনৈতিক প্রভাবে এত অপকর্ম করার পরও বহিস্কৃত ছাত্রলীগ নেতাকে পুলিশ এতদিন আটক করেনি। এখন আটক করায় এলাকায় স্বস্তি বিরাজ করছে।
জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এনাম হাওলাদার ২০১৮ সালে হারিচ রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে শ্রেণী কক্ষে ধর্ষণের চেষ্ঠা করে। পরে ওই শিক্ষিকা থানায় মামলা করে। যা মামলা নং- ৪৩৬/২০১৮।
সেই সময়ে অভিযুক্ত এনাম হাওলাদারকে আটক করে দৃষ্ঠান্ত শাস্তি দাবীতে শিক্ষকসহ স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কার্যক্রম করলেও আটক করতে পারেনি পুলিশ। তবে ওই সময় জেলা ছাত্রলীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এনামকে ছাত্রলীগ থেকে বহিস্কার করে।
এরপরই ২০২১ সালে ১১ ফেব্রæয়ারী উপজেলার দক্ষিণ সাকুচিয়া ৩ নং ওয়ার্ডে রাতে ঘরে ঢুকে এক গৃহবধুকে ধর্ষণ করতে চেষ্ঠা করে অভিযুক্ত বহিস্কৃত ছাত্রলীগ নেতা এনাম হাওলাদার। সেই ঘটনায় ১৩ ফেব্রæয়ারী থানায় মামলা হয়। যার মামলা নং- ৩৮১/২১। তখন পুলিশ এনাম হাওলাদারকে আটক করতে পারেনি।
এরপর একে একে আরও দুইটি ধর্ষন মামলা হয় বহিস্কৃত ছাত্রলীগ নেতা এনাম হাওলাদারের বিরুদ্ধে। কিন্তু এলাকায় অবস্থান করার পরও রাজনৈতিক ছত্রছায়ায় ওই প্রভাবশালী ছাত্রলীগ নেতাকে আটক করে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়। দীর্ঘ ৪ বছর পর পুলিশ অভিযানে আটক হওয়ায় এলাকায় স্বস্তি বিরাজ করছে।
এই ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভপাতি শামসুদ্দিন সাগর জানান, অপকর্মের জন্য এনামকে ছাত্রলীগ থেকে বহিস্কার করেছে জেলা ছাত্রলীগ। এনাম ছাত্রলীগের কেউ নন।
এই ব্যাপারে দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, এনাম বিরুদ্ধে একাধিক ধর্ষন মামলা রয়েছে। ধর্ষন মামলার পলাতক আসামীকে পুলিশ আটক করেছে। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় অনেকে অভিযোগ রয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, ধর্ষন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এনাম হাওলাদারকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।