মঙ্গলবার, রাত ১২:৪০, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি
ভোলা ট্রিবিউনের পক্ষ হতে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
জাতীয় | আন্তর্জাতিক | ভোলা সদর | দৌলতখান | বোরহানউদ্দিন | লালমোহন | তজুমুদ্দিন | চরফ্যাশন | মনপুরা | ভোলার ইতিহাস ঐতিহ্য | বিশেষ সাক্ষাৎকার | প্রবাসীদের কথা | পাঠক কলাম |

পদ্মা সেতুর উদ্বোধনী শেষে ফেরার পথে ছাত্রলীগ নেতা নিখোঁজ

আপডেট : জুন, ২৬, ২০২২, ১২:০৬ পূর্বাহ্ণ

:

ভোলা সংবাদাতাঃ
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফেরার পথে ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ নেতা আল আরাফি তামিম ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শরিফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ ও চরফ্যাশন উপজেলার যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মামুন আহত হয়েছে। আহতরা শ্রীনগর ষোলগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন শেষে দুপুর সাড়ে ১২টায় মাদারীপুর কাঁঠালিবাড়ি প্রধানমন্ত্রীর জনসভা শেষে জাজিরা-মাওয়া হয়ে ঢাকায় যাওয়ার পথে পদ্মা নদীতে আকস্মিকভাবে তাদের ট্রলার উল্টে যায়।
আহত আসাদুজ্জামান খান মামুন সেলফোনে জানান, তারা সকলেই চরফ্যাশন থেকে লঞ্চযোগে শনিবার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রীর জনসভা শেষে জরুরি প্রয়োজনে ঢাকায় যাওয়ার জন্য জাজিরা থেকে মাওয়ার উদ্দেশে নদীপথে ট্রলার যোগে রওয়ানা হন। নদীর মাঝপথে হঠাৎ উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি মুহূর্তের মধ্যে উল্টে  যায়। তাৎক্ষণিক নদীতে টহলরত স্থানীয় নৌ-বাহিনীর সহায়তায় তিন জনকে নদী থেকে উদ্ধার করতে পারলেও সাঁতার না জানা ছাত্রলীগ নেতা তামিম উত্তাল স্রোতে নদীতে তলিয়ে যায়।
এরপর থেকে সে এখনও নিখোঁজ রয়েছে।
তামিম চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
নিখোঁজ তামিম চরফ্যাশন কলেজপাড়াস্থ পৌর ৪নং ওয়ার্ডের আনসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজির উদ্দিনের একমাত্র ছেলে। তার নিখোঁজ সংবাদে তামিমের পরিবারে চলছে শোকের মাতম।
জানা যায় ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মাদারীপুর কোস্টগার্ডকে অবহিত করার পর এখনও পদ্মায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
উল্লখ্য আজ২৫ জুন শনিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শুক্রবার চরফ্যাশনের বেতুয়া  ও ঘোষেরহাট লঞ্চঘাট থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাজিরায় প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণ করে। সমাবেশ শেষে ছাত্রলীগ নেতা তামিমসহ প্রায় ২০-২৫ জন ঢাকার উদ্দেশে রওয়ানা দিলে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

আপনার মন্তব্য এই বক্সে লিখুন

উপদেষ্টা: মো.নকীব তালুকদার
উপদেষ্টা সম্পাদক: আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ঢাকা, আইন উপদেষ্টাঃ মোঃ কামাল হোসেন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যবস্থাপনা সম্পাদক-মো.জাহিদুল ইসলাম দুলাল, সভাপতি লালমোহন জার্নালিষ্ট ফোরাম, ভোলা।

সম্পাদক: মো.শিমুল চৌধুরী
প্রকাশক:আরিফুর রহমান(রাহাত)
অফিস:
৭২৪,১ম তলা প্রেসক্লাব ভবন,ভোলা।
লালমোহন অফিস: ১২ নং ওয়ার্ড লালমোহন পৌরসভা,ভোলা।
বার্তা কক্ষ ই-মেইল: [email protected]
মোবাইল: ০১৭১৫-২৬১৬৪৫

প্রতিষ্ঠাতা: মোঃ মহির উদ্দিন (মাহিম)

কারিগরি সহায়তা: Next Tech

শিরোনাম :
★★ শেখ হাসিনা আছেন বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে- এমপি শাওন ★★ শেখ হাসিনার সরকার শুধু শহর নয় গ্রামাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন – এমপি শাওন ★★ তজুমদ্দিনে ১১শ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি শাওন ★★ শোষিত বঞ্চিত মানুষের পক্ষে বঙ্গবন্ধু প্রতিবাদী কন্ঠস্বর ★★ শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে বাংলার জনগন- এমপি শাওন ★★ সামনের স্মার্ট নাগরিক হবে প্রযুক্তি নির্ভর-এমপি শাওন ★★ ষড়যন্ত্র ও চক্রান্ত করে শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারেনি- এমপি শাওন ★★ ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় লালমোহনে প্রস্তুত ১৯৮টি আশ্রয়কেন্দ্র ★★ লালমোহনে পিতৃভিটা উদ্ধারে দ্বারেদ্বারে ঘুরছে সন্তানরা ★★ লালমোহনে অনামিকা আইসিটি প্রশিক্ষন কেন্দ্রে চলমান ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ পরিদর্শন করলেন উপ সচিব জাকির হোসেন (বাচ্চু)