ভোলা সংবাদাতাঃ
ভোলা চরফ্যাশন উপজেলা পশ্চিমাঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী মোঃ মুরাদ চাপরাশি ওরপে মুন্না কে গ্রেফতার করেছেন দুলার হাট থানা পুলিশ।
মুরাদ চরফ্যাশন উপজেলার দুলার হাট থানা আহম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবুল বশার চাপরাসীর ছেলে।
তার বিরুদ্ধে চরফ্যাসন উপজেলার বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজী, ডাকাতি, প্রতারণা, নারী ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। মুরাদ ৬০ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী।
জানা যায়, দুলার হাট থানার মোঃ মোরাদ হোসেন, অফিসার ইনচার্জ মোরাদ হোসেনের নেতৃত্বে শনিবার (১১ জুন) মাদক, চাঁদাবাজী, ডাকাতি, প্রতারণা, নারী ধর্ষণসহ একাধিক মামলায় ৬০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুরাদ চাপরাসী মুন্নাকে ঢাকার গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
“সন্ত্রাসী মুরাদের বিরুদ্ধে চরফ্যাশন উপজেলার বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজী, ডাকাতি, প্রতারণা, নারী ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।”
ওই মামলায় সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলায় দীর্ঘ শুনানীর পর মামলার অভিযোগ সাক্ষ্যপ্রামণে সন্দেহতীত ভাবে প্রমানিত হওয়ায় ২০২১ সনে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক তাকে বিভিন্ন মামলায় ৬০ বছরের সশ্রমকারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী মুরাদ আদালতে উপস্থিত ছিলেন না। ৬০ বছরের সাজার দণ্ড কাঁধে নিয়ে মুরাদ চাপরাসী মুন্না ঢাকার গুলিস্তান এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।