শুক্রবার, সকাল ৬:৩৫, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি
ভোলা ট্রিবিউনের পক্ষ হতে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
জাতীয় | আন্তর্জাতিক | ভোলা সদর | দৌলতখান | বোরহানউদ্দিন | লালমোহন | তজুমুদ্দিন | চরফ্যাশন | মনপুরা | ভোলার ইতিহাস ঐতিহ্য | বিশেষ সাক্ষাৎকার | প্রবাসীদের কথা | পাঠক কলাম |

শামছুউদ্দিন  হাওলাদার এর কবিতা ‘ওরে আমার ময়না পাখি’

আপডেট : মে, ৩০, ২০২২, ৭:০৯ অপরাহ্ণ

:

‘ওরে আমার ময়না পাখি’
লেখক-শামছুউদ্দিন  হাওলাদার
পুতুলের মতো মুখটি তার
মায়াবী দু’টি আঁখি,
এত ভালো বেসেছি তারে
নাম দিয়েছি সোনাপাখি।
যারে কাছে পাবার আশায়
কাটতো আমার নিত্ত,
তারে হারিয়ে দুঃখের সাগরে
ভাসিয়ে দিয়েছি চিত্ত।
জানিনা কোথায় আছে -কেমন আছে,
আছে কি সে সত্যিই ভালো,
তারে না পেয়ে অঙ্গার হলো
এ-দেহ মনের আলো।
না বলে গেলো চলে
বললো না কথা একটি বার,
বিশ্বাস করো তারে ভুলে
থাকতে পারছি না আমি আর,
শুনতে কি পাইনা সে
এই হৃদয়ের হাহাকার।
ব্যাথার আঘাতে করেছে
আমায় ক্ষত – বিক্ষত,
ছিন্ন – বিছিন্ন করে
দিয়েছে আমায় শত শত।
আজ সে অন্যকে
কাছে পাবার আশায়,
ভুলে গিয়েছে শুধু আমায়,
না পেয়ে তারে কষ্টে কাটে সময়।
চিন্তায় চিন্তায় যাচ্ছে কেটে প্রহর,
না পেয়ে তারে হারিয়ে
ফেলেছি সুখের লহর।
আজ দুঃখ হলো চিরসঙ্গী,
কেমনে দেবো পারি,
দুঃখে ভরা জীবন নামের নদী।
বুকে বাঁধে বাঁসা
আশার নিরবধি,
একদিন পাবো তারে
সকাল – সন্ধ্যা ভাবি।
মিথ্যে মায়ায় জড়িয়ে
কেন একা একা কাঁদি,
সত্যি বলছি আজো তারে
অনেক ভালবাসি,
সত্যের জয় হবেই
একদিন জানি,
ব্যথাতুর জীবনে একাই
কেঁদে মরি।
তবুও, হায়! তারে ডাঁকি
আমার দেয়া নামটি ধরে,
খোদার কাছে প্রার্থনা করি
রেখো ভালো তারে,
আমার সোনাপাখি-রে।

আপনার মন্তব্য এই বক্সে লিখুন

উপদেষ্টা: মো.নকীব তালুকদার
উপদেষ্টা সম্পাদক: আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ঢাকা, আইন উপদেষ্টাঃ মোঃ কামাল হোসেন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যবস্থাপনা সম্পাদক-মো.জাহিদুল ইসলাম দুলাল, সভাপতি লালমোহন জার্নালিষ্ট ফোরাম, ভোলা।

সম্পাদক: মো.শিমুল চৌধুরী
প্রকাশক:আরিফুর রহমান(রাহাত)
অফিস:
৭২৪,১ম তলা প্রেসক্লাব ভবন,ভোলা।
লালমোহন অফিস: ১২ নং ওয়ার্ড লালমোহন পৌরসভা,ভোলা।
বার্তা কক্ষ ই-মেইল: [email protected]
মোবাইল: ০১৭১৫-২৬১৬৪৫

প্রতিষ্ঠাতা: মোঃ মহির উদ্দিন (মাহিম)

কারিগরি সহায়তা: Next Tech

শিরোনাম :
★★ লালমোহনে ১৮০ গৃহহীন-ভূমিহীন পরিবার পেল নিজ ঘর ও দলিল ★★ তাহসিনের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ★★ দৈনিক “প্রতিদিনের কাগজ” ছয় বছরে পদার্পণ ★★ লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ★★ বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত ★★ আমাদের সভ্য ও মাটি ঘনিষ্ঠ মানুষ হওয়া জরুরী ★★ ওয়াজ মাহফিলের মাধ‍্যমে ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পায়-এমপি শাওন ★★ লালমোহনে সামুদ্রিক জেলেদেরকে মাছ সংরক্ষণের প্রশিক্ষণ ★★ অমর একুশে বইমেলায় সাংবাদিক নুরুল আমিনের প্রবন্ধ বই ভাগ্য রিমান্ডে ★★ সীমান্তে হত্যা এবং মাদকদ্রব্যসহ সকল চোরাচালান বন্ধের দাবিতে সমাবেশ ও কাঁটাতার মিছিল