আরশাদ মামুন, লালমোহন:
পশ্চিম চর উমেদ ইউনিয়নে নারী শিক্ষা বিস্তারে অবদান রাখা ঐতিহ্যবাহী গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ নারী শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য
জাতীয় পর্যায়ে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক শেরে বাংলা এ্যাওয়ার্ড-২০২২ জন্য মনোনীত হয়েছেন। শেরে বাংলা এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয় ও প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ এমদাদুল হক সেলিম স্যারসহ সকল শিক্ষক-শিক্ষিকা, স্কুল কর্তৃপক্ষ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী। সূত্র মতে, পশ্চিম চর উমেদ ইউনিয়নে অবস্থিত গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজটি ওই এলাকার নারী শিক্ষা বিস্তারে অবিস্মরণীয় অবদান রেখে এগিয়ে চলছে। প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের দিক নির্দেশনায় কলেজ অধ্যক্ষ এমদাদুল হক সেলিম নিজের সবটুকু দিয়ে সকল শিক্ষকদের সমন্বয়ে নারী শিক্ষা বিস্তারে কলেজটিকে অনন্য উচ্চতায় আসীন করতে সক্ষমতার প্রমাণ দিয়েছেন।
এ বিষয়ে গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক সেলিম বলেন, মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের আন্তরিকতা ও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জীবনের শেষ সময় অবদি চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।