মো: অহদিুর রহমান, মনপুরা ॥
নুরভানু। বয়স পঞ্চাশ। স্বামী মৃত আবদুল হক। উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের বাসিন্দা। পর পর তিনবার মেঘনার ভাঙ্গনে সহায় সম্বল সব হারিয়ে দিশেহারা। স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন ও অন্যান্য সবার সহযোগিতায় পুরানো ভাঙ্গা টিন দিয়ে বেঁড়ির পাশে খাস জমিতে বসবাস। শুধু নুরভানু নয় মেঘনার কড়ালগ্রাসে ভোলার মনপুরা উপকূলে হাজার হাজার মানুষ সর্বশান্ত।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় নদী ভাঙ্গন কবলিত এলাকায় প্রধানমন্ত্রীর পুর্নবাসন সহায়তার আওতায় অনুদানের চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও ইউএনও মোঃ শামীম মিঞা।
এই সময় নুরভানুর হাতে প্রধানমন্ত্রীর অনুদানের ৭৫ হাজার টাকা চেক হস্তান্তর করা হয়। অনুদানের চেক পেয়ে খুশিতে কাঁদতে শুরু করেন নুরভানু। পরে দু’হাত তুলে দোয়া করলেন প্রধানমন্ত্রী যেন হাজার বছর বেঁচে থাকে।
নুরভানু ছাড়াও হাজীরহাট ইউনিয়নের নদী ভাঙ্গণে দিশেহারা ইউসুফ, ইউনুচ, হেলাল, বিবি মাফিয়া, নিকুঞ্জ দাস ও ধারা দাসের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করা হয়।
শুধু নুরভানু নয় উপজেলার চারটি ইউনিয়নে নদী ভাঙ্গনে সর্বশান্ত ১৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১ কোটি ১০ লক্ষ টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজীরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া ও প্রেস ক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন।