আরশাদ মামুন, লালমোহন:
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই দেশের ধারাবাহিক উন্নয়ন সম্ভব। তলা বিহীন ঝুড়ির বাংলাদেশকে নিজের মেধা দক্ষতা প্রজ্ঞার সমন্বয়ে ডিজিটাল দেশে পরিনতে শেখ হাসিনা বিশ্বে রোল মডেল। ২৪ ফেব্রুয়ারী সকালে এলজিডির আওতায় লালমোহন উপজেলা ভূমি অফিস সংলগ্ন পরিত্যক্ত পুকুরের সৌন্দর্য বর্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সহকারী কমিশনার ভুমি জাহিদুল ইসলাম, এলজিডি উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।