নিজস্ব প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) মাদ্রাসার অস্থায়ী শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ, কবিতা আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার হলরুমে মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মতিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ সোহাগ, হেলাল উদ্দিন, মাওলানা আবু তাহের ও মো. রিয়াদ উদ্দিন প্রমূখ।
আলোচনায় বক্তরা বলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো দিনের স্মৃতি নিয়ে অমর একুশ ফিরে এসেছে আবার। মায়ের মুখের ভাষা, প্রাণের চেয়েও প্রিয়, ৫২র ২১ ফেব্রুয়ারী জীবন দিয়ে তা লিখে গেছেন সালাম রফিক জব্বার সহ নাম না জানা আরো আনেকে। প্রমান করেছেন পাকিস্তানী শাষণ ব্যবস্থা উপযুক্ত নয়, তথাকথিত পাকিস্তান রাষ্ট্রও আামাদের দেশ নয়। মহান ভাষা আন্দোলন ছিল আমাদের জাতিসত্তা রক্ষায় ও সুদীর্ঘ মুক্তির সংগ্রামের প্রথম পদক্ষেপ। এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতিসত্তা বিকাশের পথ উন্মোচিত হয় এবং বাঙালি জাতি তার স্বাতন্ত্র্যবোধ ও জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। একপর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি তার নিজের মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। ভাষা আন্দোলন তাই আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। মাতৃভাষার দাবীতে ১৯৫২ সালে বুকের তাজা রক্ত দিয়েছিল সালাম, রফিক, বরকত, শফিক, জব্বারসহ অনেকে। তাদের রক্তের পথ বেয়ে বাংলা এদেশের রাস্ট্রভাষায় স্বীকৃত পায়। পৃথিবীর কোন দেশের মানুষ ভাষার জন্য প্রাণ দিতে হয়নি। বাঙ্গালী বীরের জাতি। শুধু এই জাতিকে নিজ ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে। ১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতির পরই এখন এ দিনটি শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে পালন করা হয়। তাই এই দিনটি আমাদের আত্নদানের গৌরবের দিন। এসময় মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।