আরশাদ মামুন, লালমোহন:
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ৫২’র ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বের ফসল মাতৃভাষা বাংলা আলোর মুখ দেখেছে। বঙ্গবন্ধুই মাতৃভাষায় কথা বলার সুযোগ দিয়েছেন। ২১ ফেব্রুয়ারী সকালে হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়, লালমোহন, ভোলা এবং হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত মহান আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী, রক্তদান কর্মসূচী, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন।