রজত কান্তি দেবনাথ (ময়মনসিংহ):
মুসলিমা মিতু ময়মনসিংহের মেয়ে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস)কর্তৃক “বাবিসাস অ্যাওয়ার্ড” এবং স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) কর্তৃক “জয় বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড” অর্জন করেছেন। গত ২৩ জানুয়ারি ২০২১ খ্রি. রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার (বাবিসাস অ্যাওয়ার্ড) তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, সংসদ সদস্য মমতাজ বেগম, নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসেন , বাবিসাস সাধারণ সম্পাদক মুসলিম ঢালী, সদস্য সচিব অভি মঈনুদ্দীন এবং বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) এর সভাপতি আবুল হোসেন মজুমদার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক দুলাল খান। ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে খুব কম সময়েই পরিচিত মুখ হয়ে উঠেছেন ব্রহ্মপুত্র পাড়ের কন্যা মিতু। স্কুল জীবন থেকেই নৃত্য ও থিয়েটারের প্রতি অন্তরের টান অনুভক করেন এবং যুক্ত হয়ে চর্চা শুরু করেন। ময়মনসিংহ পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) কর্তৃক পরিচালিত বিদ্যালয় নাট্য দল (বিনাদ) এবং মানবাধিকার নাট্য পরিষদ এর সাথে যুক্ত হয়ে এ অঙ্গনে প্রবেশ করেন তিনি। তারপর থেকে নিয়মিত বিভিন্ন সংগঠনের সাথে নৃত্য ও নাট্য চর্চা করে যাচ্ছেন। বর্তমানে তিনি রঙ্গভূমি থিয়েটারের সাথে কাজ করছেন। তাঁর এই অর্জনে ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনের সকলেই তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে কাজ করতে মিতু সবার দোয়া চেয়েছেন।