নিজস্ব প্রতিনিধিঃ
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ২০২১ ইং সনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী মাহাথির হোসেন মাহি ও সৈয়দ মাহাতাব হোসেন নটরডেম কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্ত হয়েছে। এছাড়া লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে চূড়ান্ত হয়েছে জিদানুল ইসলাম জিদান। শুক্রবার মৌখিক পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়। এর আগে লিখিত পরীক্ষায়ও তারা উত্তীর্ণ হয়। মাহাথির হোসেন মাহি ও সৈয়দ মাহাতাব হোসেন ২০২১ ব্যাচে লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পায়। জেএসসি ও পিইসি পরীক্ষায়ও তারা গোল্ডেন জিপিএ-৫ এবং ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করে। সৈয়দ মাহাতাব হোসেন লালমোহনের ঐতিহ্যবাহী পরিবার পাটোয়ারী বাড়ির আলমগীর পাটোয়ারীর ছেলে এবং মাহাথির হোসেন মাহির বাবা মো. জাকির হোসেন একটি মাদ্রাসার শিক্ষক। লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করা জিদানুল ইসলাম জিদানও পাটোয়ারী বাড়ির পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ পাটওয়ারীর ছেলে।