বিশেষ প্রতিনিধিঃ
২০২০ ও ২০২১ সালে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা এবং রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম-সেবায় নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (২০ জানুয়ারী) এ তথ্য জানা যায়।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা, সততা ও শৃঙ্খলামূলক আচরণ, কর্মক্ষেত্রে বীরত্বপূর্ণ অবদানের জন্য মূলত এ পদক দেয়া হয়।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম(সেবা) পদক লাভ করেছেন। তিনি বরগুনা জিলা স্কুল হতে এসএসসি, অমৃত লালদে কলেজ হতে এইচ এসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বিসিএস ২৭তম ব্যাচের এ কর্মকর্তা ইতোপূর্বে পুলিশ বাহিনীর বিভিন্ন পদে যথেষ্ট সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে পেশাদারিত্ব অক্ষুণ্ণ রেখেছেন।সাইফুল ইসলাম সানতু একজন মানবিক হৃদয়সম্পন্ন পুলিশ কর্মকর্তা হিসেবে সর্বমহলে সুনাম অর্জন করেছেন।
তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে যোগদানের পর “পুলিশ জনতা-জনতাই পুলিশ” এই স্লোগানের প্রকৃত মর্যাদা দিয়েছেন।
২০২০ সালের মার্চ মাসে থেকে করোনা ভাইরাস মোকাবেলায় তার ভূমিকা চোখে পরার মতো। হাসপাতালে আগত রোগীদের সেবায় সরকারের মাঠ পর্যায়ের একজন সম্মুখসারির যোদ্ধা হয়ে কাজ করে যাচ্ছেন। জীবনের অনিশ্চয়তা আর ঝুঁকি থাকা সত্ত্বেও বিবেকের ব্যাকুলতায় তার মানবিক হৃদয়কে অর্পণ করে বাড়িয়েছেন সহায়তার কোমল দু’হাত। তার ভূমিকা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়াও তিনি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে সমাজের অবহেলিত দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করছেন। তাঁর এ পদক প্রাপ্তিতে সবাই আনন্দিত। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশ ও মানুষের সেবা করার জন্য পুলিশে চাকরি নিয়েছি। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবো। তাঁকে পুলিশ হাসপাতালের সহকর্মী, কর্মকর্তা, কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করেছেন।