জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন:
ভোলার লালমোহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় দিবস কাবাডি টুর্ণামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যার পর লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ফরাজগঞ্জ একাদশ ও কালমা একাদশ। খেলায় ফরাজগঞ্জ একাদশ ২২ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয় এবং কালমা একাদশ ৫২ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সংসদ্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।প্রধান অতিথি তার আলোচনায় বলেন, সুস্থ দেহ ও সবল মনের জন্য খেলাধুলা প্রয়োজন। খেলাধুলা শরীর ও মনকে চাঙ্গা রাখে এবং অপরাধ প্রবনতা থেকে দূরে রাখে।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।