ভোলা সংবাদাতাঃ ভোলার চরফ্যাসনের চর কুকরিমুকরিতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন। র্যাব দাবি নিহত দুইজন জলদস্যুর সদস্য।
আজ ৫ ডিসেন্বর রবিবার ভোরে এ ‘বন্দুকযুদ্ধে দু’জন জলদস্যু নিহত হন।নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম তা নিশ্চিত করেছেন।
নিহতদের মরদেহ দক্ষিণ আইচা থানায় আনা হয়েছে। ভোলার দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জাইল্লা খালের পাশে অভিযান চালায় র্যাব।
তখন জলদস্যুরা র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই জলদস্যু নিহত হন। তবে তারা কোন পক্ষের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।