প্রতিনিধি, ভোলাঃ
ভোলায় মাত্র প্রায় ৫ ঘন্টার ব্যবধানে মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ভোলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে গোয়েন্দা (ডিবি) পুলিশ দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর গ্রামে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সবুজ ফকির (৩১) কে গ্রেপ্তার করে। সে ওই এলাকার আমির হোসেনের ছেলে। এর প্রায় ৫ ঘন্টা পর রাত পৌনে ১১টার দিকে ভোলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পশ্চিম চরনোয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে আরের মাদক ব্যবসায়ী ফিরোজ মাল (২৭) কে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তার কাছ থেকেও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ফিরোজ মাল ওই এলাকার আবুল খায়ের মালের ছেলে। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় ও দৌলতখান থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।