বুধবার, বিকাল ৩:৪২, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ভোলা ট্রিবিউনের পক্ষ হতে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
জাতীয় | আন্তর্জাতিক | ভোলা সদর | দৌলতখান | বোরহানউদ্দিন | লালমোহন | তজুমুদ্দিন | চরফ্যাশন | মনপুরা | ভোলার ইতিহাস ঐতিহ্য | বিশেষ সাক্ষাৎকার | প্রবাসীদের কথা | পাঠক কলাম |

ভোলায় ২৪ ঘন্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত-১৩৩, মোট মৃত্যু-৬৪

আপডেট : আগস্ট, ১১, ২০২১, ৫:০৫ অপরাহ্ণ

:

প্রতিনিধি, ভোলাঃ
ভোলা জেলায় করোনা সংক্রমণ রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন গড়ে প্রায় ৩ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে উপকূলের মানুষ। ভোলায় ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের সবার বাড়ি ভোলা সদর উপজেলায়। চলতি মাসের ১ আগষ্ট থেকে ১১ আগষ্ট পর্যন্ত ১১ দিনে করোনায় ৩৩ জনের মৃত্যু হলো। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে। এদের মধ্যে ভোলা সদরে ৫১ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৪ জন, চরফ্যাশনে ২ জন ও মনপুরায় ১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ ছাড়া গত ২৪ ঘন্টায় ভোলায় ৪৪১ জনের নমুনা পরীক্ষা করে ১৩৩ জন করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৩০৭ জন। ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১০৪ জন, দৌলতখানে ১১ জন, বোরহানউদ্দিনে ১১ জন, লালমোহনে ৩ জন, তজুমদ্দিনে ১ জন ও মনপুরায় ৩ জন পজিটিভ রয়েছে। করোনায় এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ২ হাজার ৯৮৮ জন।
বুধবার সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।
এ বিষয়ে ভোলার সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান বলেন, ভোলায় করোনা সংক্রমণ রোগীর সংখ্যা বাড়ছে। তিনি আরও বলেন, এ জেলার অনেক মানুষ মাস্ক পরেনা। এ ছাড়া করোনা সংক্রমণ রোগীরা লক্ষ্মণ গোপন করে চিকিৎসা নিচ্ছেন। ফলে স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও হচ্ছে। যারা করোনায় আক্রান্ত তারা কোয়ারান্টাইনে না থেকে তার আগেই বের হয়ে যাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। সচেতন হতে হবে।সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রচারনা বাড়াতে হবে। ইউনিয়ন কমিটির নিয়মিত মনিটরিং করতে হবে। সর্বোপরি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষকসহ গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আপনার মন্তব্য এই বক্সে লিখুন

উপদেষ্টা: মো.নকীব তালুকদার
উপদেষ্টা সম্পাদক: আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ঢাকা, আইন উপদেষ্টাঃ মোঃ কামাল হোসেন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যবস্থাপনা সম্পাদক-মো.জাহিদুল ইসলাম দুলাল, সভাপতি লালমোহন জার্নালিষ্ট ফোরাম, ভোলা।

সম্পাদক: মো.শিমুল চৌধুরী
প্রকাশক:আরিফুর রহমান(রাহাত)
অফিস:
৭২৪,১ম তলা প্রেসক্লাব ভবন,ভোলা।
লালমোহন অফিস: ১২ নং ওয়ার্ড লালমোহন পৌরসভা,ভোলা।
বার্তা কক্ষ ই-মেইল: [email protected]
মোবাইল: ০১৭১৫-২৬১৬৪৫

প্রতিষ্ঠাতা: মোঃ মহির উদ্দিন (মাহিম)

কারিগরি সহায়তা: Next Tech

শিরোনাম :
★★ দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালকের মৃত বাবা মায়ের জন্য দোয়া মোনাজাত ★★ সিরাজগঞ্জে সূর্যের হাসি ক্লিনিকে এসএমসি’র সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ★★ তিন দিনের সফরে নিজ এলাকায় আসছেন এমপি শাওন ★★ লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ★★ লালমোহনের ছেলে কাইফ এর উচ্চ ডিগ্রি অর্জনের জন্য দোয়ার দরখাস্ত! ★★ রুদ্র অয়ন’র একগুচ্ছ কবিতা ★★ একাত্তরের পরাজিত শক্তি এখনও বাংলাদেশকে স্বাধীন মানতে চায় না- এমপি শাওন ★★ রুদ্র অয়ন – এর কবিতা মুজিব মানেই বাংলাদেশ ★★ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে- এমপি শাওন ★★ স্বাধীন সার্বভৌম রাস্ট্র প্রতিষ্ঠার জন্য জাতির পিতা আজীবন সংগ্রাম করে গেছেন- এমপি শাওন