ভোলা প্রতিনিধিঃ
ভোলায় বুধবার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।
ভোলা ডিবির ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, বুধবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকা থেকে মোঃ কামাল (২৮) ও মোঃ হাসান (৩০) কে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মনপুরা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।