লালমোহন প্রতিনিধিঃ
ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে নিজের লেখা বই দিলেন লেখক, সাংবাদিক ও কবি নুরুল আমিন। ৩০ মার্চ বিকেলে এমপি শাওনের কলেজ পাড়া বাসভবনে বই দেয়া হয়।
লেখক মো. নুরুল আমিন জীবন সংগ্রামের কঠিন বাস্তবতায়ও তিনি লিখে চলেছেন সমাজ, দেশ ও জীবনবোধ থেকে নেয়া তাঁর অভিজ্ঞতার কথা।সীমাবদ্ধতা ও প্রতিকূলতাকে জয় করে প্রকাশ হচ্ছে তাঁর একটির পর একটি বই। সীমাহীন আত্মপ্রত্যয়ী এই লেখকের নতুন বই ‘জীবন জেগে থাকে’।
গুণী লেখকের প্রতি শুভ কামনা করেন দ্বীনবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।🔹
এমপি শাওনকে নিজের লেখা বই দিলেন লেখক ও সাংবাদিক নুরুল আমিন
আপডেট : এপ্রিল, ১, ২০২১, ৮:৪১ অপরাহ্ণ
:
