রজত কান্তি দেবনাথ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের সকল জেলায় নাটক মঞ্চায়নের অংশ হিসেবে ময়মনসিংহে মঞ্চস্থ হয়েছে বঙ্গ পুরাণ। ২২ মার্চ ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় ময়মনসিংহের বিভিন্ন নাট্য সংগঠনের সদস্যদের অংশগ্রহণে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি রচনা করেছেন রহমান রাজু, পুনঃবিন্যাস ও নির্দেশনায় ছিলেন শাহাদাত হোসেন খান হীলু।
১৯৫৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত বাংলার নানান লড়াই ও সংগ্রামের ইতিহাস স্থান পেয়েছে নাটকটিতে। কালের আবর্তে যখনই বাঙালী নানান দুর্যোগের সম্মুখীন হয়েছে তখনই আন্দোলনের মধ্য দিয়ে অধিকার আদায়ের জন্য জীবন দিতে হয়েছে। সর্বশেষ ১৯৭১ সালে স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে বাঙালী লাল-সবুজের পতাকা অর্জন করেছেন। বিষয়সমূহ নাট্যশিল্পীদের এক সুতোয় গেঁথে নির্দেশক উপস্থাপন করেছেন যা দর্শক নন্দিত হয়েছে।
এতে অভিনয় করেছেন- এনায়েত কবির খান সূর্য, ওয়াহাব মাহমুদ রমজান, মনির হোসেন খান তুষার, ওমর ফারুক, আফরিন খান ঝুমুর, ফাইয়াজ ওয়াজেদ সামী, সাজেদুল হাসান সাজু, আমজাদ শ্রাবণ, সেলিম মাহামুদ, নাঈম মোঃ সাদী খান, সাবরিনা জামান নৈঋতা, নবীন রায়, কায়সার রিজভী খান, মাহি চৌধুরী অর্ণব। নৃত্যে কোরিওগ্রাফিতে ছিলেন- বাঁধন, রিয়া, মেধা। নৃত্য পরিচালনা ও কোরিওগ্রাফী- মানস তালুকদার, আবহ সংগীত- জে.এইচ.ফয়সাল, পোশাক পরিকল্পনা-ফাইয়াজ ওয়াজেদ সামী, সংগীত পরিচালনা- মোঃ রফিক, অবয়ব- অমল বসাক, আলোকসম্পাত- সাদাত হাসান সামী।
শিল্পকলা একাডেমি ময়মনসিংহ কৃতজ্ঞতা স্বীকার করেছেন- বহুরূপী নাট্য সংস্থা, বিদ্রোহী নাট্য সংস্থা, লোককৃষ্টি সংস্থা, রঙ্গভূমি থিয়েটার, ছায়ানট সাংস্কৃতিক সংস্থা, রেজাউল করিম আসলাম ও আরিফ হায়দার এর প্রতি।
ময়মনসিংহে বঙ্গ পুরাণ মঞ্চস্থ
আপডেট : মার্চ, ২৩, ২০২১, ১০:৫০ পূর্বাহ্ণ
:
