আরশাদ মামুন, লালমোহন:
বৈশ্বিক দূর্যোগ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় করোনা প্রতিরোধে বাংলাদেশ সফলতার মুখ দেখবে। ২১ মার্চ সকালে স্থানীয় চৌরাস্তা মোড়ে সচেতনতা র্যালী পরবর্তী বক্তব্য প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন। লালমোহন থানা কর্তৃক আয়োজিত করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারনা র্যালী, আলোচনা এবং মাস্ক বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। প্রচারনা র্যালী, আলোচনা এবং মাস্ক বিতরন কার্যক্রমের সার্বিক পরিচালনা করেন অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। এসময় উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক আনম শাহজামাল দুলাল,উপজেলা আওয়ামী লীগ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার তানজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।