স্টাফ রিপোর্টারঃ “মুক্তিযুদ্ধ মঞ্চ” লালমোহন উপজেলা ও পৌর শাখার আয়োজনে “বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টূর্ণামেন্ট’র” ফাইনাল খেলায় “ফরচুন পূর্ব পাড়া লালমোহন” চ্যাম্পিয়ন হয়েছে। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে (২৬ ফেব্রুয়ারি) এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে “ফরচুন পূর্ব পাড়া লালমোহনের” মুখোমুখি হয় ভোলা সদর”। দু’টি দলই শক্তিশালী টিম হয়ে ফাইনালে উঠেছে। পূর্ব পাড়া লালমোহনে (সাকিব তালুকদার+রহমান ঢালি) ভোলা সদর (পিন্টু+অপু) তাঁদের ক্যারিশমাটিক ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন।
টুর্নামেন্টে ম্যান অব দা ম্যাচ হন রহমান ঢালি, ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হন সাকিব তালুকদার। সাকিব এর আগে জেলার একাধিক টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে পুরস্কার অর্জন করেছেন। একাধিক টুর্নামেন্টে ম্যান অব দা ম্যাচ, ম্যান অব দা টুর্নামেন্ট/সিরিজ নির্বাচিত হয়েছেন। বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টে তিনি ভোলার শক্তিশালী ব্যাডমিন্টন খেলোয়াড় পিন্টুকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তাঁর এমন ক্রীড়ানৈপুণ্য দারুন খুশি ব্যাডমিন্টন ক্রীড়ামোদীরা। তাঁরা তাকে জেলার বাইরে এখন বরিশাল বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুটে দেখতে চান।
বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টূর্ণামেন্ট’র” ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন আলহাজ্ব নূরন্নবী চৌধুরী শাওন এমপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, পৌরসভার কাউন্সিলরগণসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।