রবিবার, রাত ২:৪০, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
ভোলা ট্রিবিউনের পক্ষ হতে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
জাতীয় | আন্তর্জাতিক | ভোলা সদর | দৌলতখান | বোরহানউদ্দিন | লালমোহন | তজুমুদ্দিন | চরফ্যাশন | মনপুরা | ভোলার ইতিহাস ঐতিহ্য | বিশেষ সাক্ষাৎকার | প্রবাসীদের কথা | পাঠক কলাম |

মেজর হাফিজকে বিএনপি সৃষ্টি করেনি,তিনি নিজেই বিএনপির জন্য সৃষ্টি হয়েছেন

আপডেট : ফেব্রুয়ারি, ২৭, ২০২১, ৪:২৭ অপরাহ্ণ

:

 

সম্প্রতি ঘটে যাওয়া মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মহোদয়কে দেয়া শোকজ লেটার নিয়ে কিছুটা উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম শোকজ লেটার নিয়ে বিএনপির কেন্দ্রীয় দফতর সেলে তার লিখিত জবাব ও নিজ বাসায় প্রেস কনফারেন্স করে নিজের অবস্থান পরিস্কার করেছেন।.

বিএনপির একটি পক্ষ ১/১১ এ তার ভূমিকা নিয়ে বিভিন্ন কটাক্ষ ও বিদ্রুপমূলক মন্তব্য করে দেশপ্রেমিক যুদ্ধাহত এ বীরমুক্তিযোদ্ধাকে অসম্মান করছেন। মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম উপরোক্ত বিষয়টিও প্রেস কনফারেন্সে পরিস্কার ব্যাখ্যা করেছেন।

৭ই নভেম্বরের সিপাহি জনতার ঐতিহাসিক অভ্যুথানের মাধ্যমে ইতিহাসের পাদপ্রদীপে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান বীরউত্তম। নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা লাভ করে। বিএনপি প্রতিষ্ঠার পর মেজর জিয়া হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমকে বিএনপিতে যোগ দেয়ার আহবান জানান। মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম তখনও ফুটবল খেলেন। তিনি ১৯৭৬ সালে সেনাবাহিনী হতে অবসর গ্রহণ করে ফিরে যান পায়ের জাদুর নৈপুণ্য দেখাতে তার প্রিয় মোহামেডান ক্লাবের খেলার মাঠে।তিনি মেজর জিয়াকে বলেছিলেন স্যার……! আমি এখনও ফুটবল খেলি। রাজনীতির প্রতি তখনও তার কোনো উচ্চাভিলাস ছিল না। যদি তখন তিনি বিএনপিতে যোগ দিতেন তাহলে আজ তিনিই থাকতেন বিএনপির মধ্য বয়োজ্যেষ্ঠ সিনিয়র নেতা।

১৯৮৫ সালে তার পিতা মরহুম ডা.আজাহার উদ্দিন আহমেদ এর উপজেলা নির্বাচনে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করেই তিনি রাজনীতির মাঠে আসেন। ভোলা-৩ সংসদীয় আসনও তখন ছিলনা। এ আসনটি ভোলার চারটি সংসদীয় আসনে যুক্ত ছিলো,তিনি তৎকালীন নির্বাচন কমিশনে আসন পূনবিন্যাস করে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসন সৃষ্টি করেন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসনের বিএনপি প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র নির্বাচন করেও জয়লাভ করেন।

তিনি স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হয়ে তিনবার এরপর আরও তিনবার মোট ছয়বার সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। ১৯৯২ সালে তিনি বিএনপিতে যোগদান করেন। তিনবার সংসদ সদস্য হয়ে বিএনপিতে যোগদান করেছেন এমন নজির বিএনপিতে নেই,একমাত্র উদাহারন মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। ছয়বার এমপি হয়ে মন্ত্রী হয়েছেন একাধিক মন্ত্রণালয়ের। বর্তমানে লালমোহন- তজুমদ্দিনে বিএনপির শক্ত ঘাটি এটা তার অবদান।

তিনবার হ্যাটট্রিক বিজয়ী হয়ে বিএনপিতে যোগদান করা একমাত্র নেতা হলেন মেজর হাফিজ। বিএনপি তাকে সৃষ্টি করেনি, তিনি নিজে নিজেকে সৃষ্টি করে একটা আসন বিএনপির জন্য উপহার দিয়েছেন। আমি মনে করি বিএনপি তার কাছে ঋণী। আজকে যারা তাকে নিয়ে বিদ্রুুপমূলক মন্তব্য করছো, তিনি যুদ্ধে আহত হয়ে মরনপন লড়াই করে দেশ স্বাধীন করেছে বলেই তুমি স্বাধীন দেশে রাজনীতি করছো,সংগঠনের পদ-পদবি নিয়ে বড়াই করছো?দেশমাতৃকার এ খাটি দেশপ্রেমিক সন্তানের কাছে ঋণী পুরো জাতি।

এম.ইউ.মাহিম
যুগ্ম সম্পাদক
লালমোহন উপজেলা যুবদল
বার্তা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
ঢাকাস্থ লালমোহন থানা জাতীয়তাবাদী ফোরাম
সাবেক ছাত্রনেতা সরকারি শাহবাজপুর কলেজ ছাত্রদল

আপনার মন্তব্য এই বক্সে লিখুন

উপদেষ্টা: মো.নকীব তালুকদার
উপদেষ্টা সম্পাদক: আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ঢাকা, আইন উপদেষ্টাঃ মোঃ কামাল হোসেন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যবস্থাপনা সম্পাদক-মো.জাহিদুল ইসলাম দুলাল, সভাপতি লালমোহন জার্নালিষ্ট ফোরাম, ভোলা।

সম্পাদক: মো.শিমুল চৌধুরী
প্রকাশক:আরিফুর রহমান(রাহাত)
অফিস:
৭২৪,১ম তলা প্রেসক্লাব ভবন,ভোলা।
লালমোহন অফিস: ১২ নং ওয়ার্ড লালমোহন পৌরসভা,ভোলা।
বার্তা কক্ষ ই-মেইল: [email protected]
মোবাইল: ০১৭১৫-২৬১৬৪৫

প্রতিষ্ঠাতা: মোঃ মহির উদ্দিন (মাহিম)

কারিগরি সহায়তা: Next Tech

শিরোনাম :
★★ শেখ হাসিনা আছেন বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে- এমপি শাওন ★★ শেখ হাসিনার সরকার শুধু শহর নয় গ্রামাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন – এমপি শাওন ★★ তজুমদ্দিনে ১১শ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি শাওন ★★ শোষিত বঞ্চিত মানুষের পক্ষে বঙ্গবন্ধু প্রতিবাদী কন্ঠস্বর ★★ শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে বাংলার জনগন- এমপি শাওন ★★ সামনের স্মার্ট নাগরিক হবে প্রযুক্তি নির্ভর-এমপি শাওন ★★ ষড়যন্ত্র ও চক্রান্ত করে শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারেনি- এমপি শাওন ★★ ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় লালমোহনে প্রস্তুত ১৯৮টি আশ্রয়কেন্দ্র ★★ লালমোহনে পিতৃভিটা উদ্ধারে দ্বারেদ্বারে ঘুরছে সন্তানরা ★★ লালমোহনে অনামিকা আইসিটি প্রশিক্ষন কেন্দ্রে চলমান ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ পরিদর্শন করলেন উপ সচিব জাকির হোসেন (বাচ্চু)