ভোলা প্রতিনিধি:
ভোলা চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানা রসুলপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড থেকে দুই মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে শশীভূষণ থানা পুলিশ।
শনিবার(২০ফেব্রুয়ারী) শশীভূষণ থানা এস, আই দীপংকর কর্মকারের দুরদর্শিতায় সংগীয় ফোঁস সহ অভিযান পরিচালনা করে
মোঃ জাহিদুল ইসলাম ওরফে (ছোয়াদ) ১৯ পিতা আলহাজ্ব মোঃ জাকির হোসেন লিটন ডাক্তার রসুলপুর ১ নং ওয়ার্ড ও মোঃ ইসমাইল হোসেন ওরফে (শান্ত পন্ডিত) ১৯ পিতা মোঃ হুমায়ুন পন্ডিত রসুলপুর ৩ নং ওয়ার্ড ১০ গ্রাম গাঁজা সহ রসুলপুর ২ নং ওয়ার্ড ফারুক মাঝী বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে বিকাল ৫ টা ২০ মিঃ সময় গ্রেফতার করেন।
শশীভূষণ থানা অফিসার ইন চার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।