এম.ইউ.মাহিমঃ লালমোহন উপজেলা মৎসজীবী দলের সভাপতি, ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বদরুদ্দিন সেলিম (৭০) শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৫.০০ ঘটিকার সময় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন”। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং এক কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম সেলিম অত্যন্ত পরহেজগার, ধার্মিক এবং শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত সৎ, নিষ্ঠাবান একজন ত্যাগী কর্মী ছিলেন। তিনি আমার নেতৃত্বের প্রতি আনুগত্যশীল হয়ে কাজ করেছেন। লালমোহন উপজেলা মৎসজীবী দলকে সুসংগঠিত করতে তিনি যে ভূমিকা রেখে গেছেন নেতা-কর্মীরা চিরদিন কৃতজ্ঞতার সহিত তাঁকে স্মরণ করবে। বিএনপির চরম দুঃসময়ে তিনি অনেক হয়রানি হওয়া সত্ত্বেও আমৃত্যু দলের নীতি আদর্শে অটল ছিলেন। বিএনপির এই ক্রান্তিলগ্নে তাঁর চলে যাওয়ায় আমরা সবাই শোকাভিভূত। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের পরিবারবর্গ, আত্নীয়স্বজন, নেতা-কর্মীসহ শোকাহত সকলের প্রতি সমবেদনা জানান। এছাড়াও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নসু মেম্বার, লালমোহন উপজেলা বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
লালমোহন উপজেলা মৎসজীবী দলের সভাপতির ইন্তেকাল, মেজর হাফিজের গভীর শোক
আপডেট : ফেব্রুয়ারি, ১৯, ২০২১, ৯:৩৭ অপরাহ্ণ
:
