লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে উপজেলা কৃষকদল আহবায়ক মোঃ হোসেন ও তার দোসর ফরিদের বিরুদ্ধে অন্যের জমি জবরদখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রমাগঞ্জ ৭নং ওয়ার্ড পশ্চিম চরউমেদ এলাকার আঃ বারেকের ছেলে মোঃ কবির প্রায় ১১বছর আগে আবু মিয়া নামের একজনের কাছ থেকে চর মোল্লাজী মৌজায় জেএল নং ৫২ ও ২১৫ নং খতিয়ানের ১২৬৭ দাগে (বর্তমান ৩০৭৫) সাড়ে ১২ শতাংশ জমি ক্রয় করেন। পেশায় ড্রাইভার মোঃ কবির জানান, কাজের তাগিদে ঢাকায় অবস্থান করার সুযোগে ওই জমি জবরদখলের উদ্দেশ্যে দোকানঘর নির্মাণ শুরু করে উপজেলা কৃষকদল আহবায়ক মোঃ হোসেন ও সাবেক এমপি মেজর অবঃ হাফিজউদ্দিন আহমেদ’র ভাতিজা মোঃ ফরিদ। এ ঘটনায় গত রবিবার লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোঃ কবির। অভিযোগের ভিত্তিতে বুধবার ফয়সালার কথা থাকলেও এদিন ফয়সালায় না বসে উল্টো থানায় অভিযোগ দেয়ার অপরাধে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা মিয়ার সামনেই কবিরকে হুমকি ধমকি দেয় মোঃ হোসেন ও ফরিদসহ তাদের লোকজন। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে আলাপকালে স্থানীয়রা জানায়, এলাকার নিরীহ মানুষের জমি জবরদখল করাই মোঃ হোসেন ও ফরিদের কাজ। তাদের ভয়ে অনেকেই নিজেদের জমিতে আসতে পারেনা। এ বিয়য়ে জানতে চাইলে উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ হোসেন জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। অপরদিকে ফরিদ জানায়, নিজের ক্রয়কৃত জমিতেই ঘর তুলছে সে। এদিকে ভূমিদস্যুখ্যাত হোসেন ও ফরিদের কবল থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
লালমোহনে কৃষকদল নেতার বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ!
আপডেট : ফেব্রুয়ারি, ১৯, ২০২১, ৬:৪৭ অপরাহ্ণ
:
