এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃ
বহুল প্রচারিত ভোলা থেকে প্রকাশিত “দৈনিক ভোলা টাইমস” পত্রিকার ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালিত করেছেন পত্রিকাটির পরিবার।
রবিবার (১৪ই ফেব্রুয়ারি) পত্রিকাটির নিজ কার্যালয়ের হলরুমে ৮ম বর্ষপূর্তী পালন করে পত্রিকাটি। প্রতিষ্ঠার শুরু থেকে সকল শুভানুধ্যায়ী ও স্পন্সরদের সাথে নিয়ে নিয়মিত বর্ষপূর্তী পালন করে আসছে দৈনিক ভোলা টাইমস পত্রিকা।
বর্ষপূর্তী অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিশাল এক র্্যলি ভোলা শহর প্রদক্ষিণ শেষে পুনরায় পত্রিকা কার্যালয়ে গিয়ে শেষ হয়। আমন্ত্রীত অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দৈনিক ভোলা টাইমস পত্রিকার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা ইউএনও মোঃ রুহুল আমিন ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক, বিটিভি’র ভোলা জেলা প্রতিনিধি মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসাৎ সাফিয়া খাতুন, দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার উপদেষ্টা জুলফিকার আহমেদ জুয়েল রানা দৈনিক ভোলা দর্পন পত্রিকার সম্পাদক মোঃ মোতাসিম বিল্লাহ, দৈনিক শাহনামা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোকাম্মেল হক , জয়যাত্রা টিভির ভোলা জেলা প্রতিনিধি ও ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ তুহিন খন্দকার, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এন এ আলম, দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সকল থানা ও উপজেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জন্মবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন শুরু করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, তারপর একটি আনন্দ র্যালি বের হয়। কেক কেটে অতিথিদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করে আলোচনা সভা ও সন্ধ্যায় সংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করেন দৈনিক ভোলা টাইমস্ পরিবার।