স্টাফ রিপোর্টারঃ অগ্নিদগ্ধ অসহায় শিশুর পাশে আর্থিক অনুদান নিয়ে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন “স্মাইলিং চাইল্ড”। সূত্র জানায়, অসাবধানতাবশত শিশু জান্নাতুল ফেরদৌসির শরীরে গ্যাসের আগুন লেগে একাংশ পুড়ে যায়। সে বরগুনা জেলার তালতলী থানার জাকিরতবক গ্রামের আলম তালুকদারের কন্যা।
দরিদ্র দিনমজুর পিতা আর্থিক সংকটের কারনে শিশুটির যথাযথ চিকিৎসা করতে পারছেননা, ফেসবুকে এমন মানবিক সহায়তার আবেদন প্রকাশিত হলে “স্মাইলিং চাইল্ড” সংগঠনটি শিশুটির চিকিৎসার খোঁজখবর নেয়।
শনিবার সংগঠনটির পক্ষ হতে শিশুটির পিতার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন “স্মাইলিং চাইল্ড” এর প্রতিষ্ঠাতা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সাইফুল ইসলাম সানতু, তার সহধর্মিণী চেয়ারম্যান অ্যাড.সোনিয়া তামান্না সহেলি।
স্মাইলিং চাইল্ড সংগঠনটির প্রতিষ্ঠাতা পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম সানতু বলেন, আমরা অতীতে এ ধরনের মানবিক কর্মকান্ডে অসহায় শিশুদের পাশে ছিলাম। ভবিষ্যতেও আমরা শিশুদের পাশে থাকব। উল্লেখ্য
করোনা মহামারী দুর্যোগে এ মানবিক পুলিশ কর্মকর্তা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের পাশে থেকে আলোচনায় আসেন।