আরশাদ মামুন, লালমোহন:
লালমোহন সদর মহিলা কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিনের মদদে নানা অজুহাতে বেআইনী ভাবে অর্থ আদায়ে বেপরোয়া হয়ে উঠেছেন অফিস সহকারী শংকর নন্দি। ধার্যকৃত অর্থ দিতে ব্যর্থ হলে রীতিমতো খারাপ আচরণ করতেও পিছু হটছেন না শংকর নন্দি। অভিযোগ উঠেছে, এক সময় বিএনপি ঘরোনার সক্রিয় রাজনীতির সাথে জড়িত অধ্যক্ষ আব্বাস উদ্দিনের মনে এখনো বিএনপি প্রীতি বিদ্যমান ! মুলত এ ধরনের কর্মকান্ডে নিজে লাভবান হলেও পুরো দোষের দায়ে পরেছেন সরকার ও স্থানীয় এমপি। বিএনপির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বেপরোয়া অর্থ আদায়ে মেতেছেন কলেজটি। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলস প্রচেষ্টার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে অতুলনীয় অবদান রেখে নিরক্ষর মুক্ত লালমোহন তজুমুদ্দিন গড়ার কারিগর মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের শিক্ষা ক্ষেত্রে যত অর্জনকে ব্যর্থতায় পরিনতের অপচেষ্টায় এ ধরনের কর্মকান্ড চালানো হচ্ছে বলে দাবী অভিভাবক মহলের।