আরশাদ মামুন: লালমোহন লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে খাল খনন প্রকল্পের কাজে সীমাহীন দূর্নিতী অনিয়মের মহোৎসব শুরু হয়েছে। সরকারি প্রকল্পের কাজটিতে নিয়ম নীতির লেশমাত্র পালন করছেন না সংশ্লিষ্টরা। কোটি টাকার প্রকল্পে জেনো সমুদ্র চুরির প্রতিযোগিতা শুরু করেছে। ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার সেলিম মৃধার ছোট ভাই আলমগীর মৃধা,কালমা ইউনিয়নের সাবেক মেম্বার মাসুদ বিশ্বাসসহ সংঘবদ্ধ সিন্ডিকেট। অভিযোগ উঠেছে, খাল খননের প্রকল্পটি কোটি টাকার হওয়ায় ওই সিন্ডিকেট বিশেষ ম্যানেজ মিশনের অপচেষ্টায় মাঠে নেমেছেন। ইউনিয়নের আনিচল মিয়ার হাট পাশ্ববর্তী খাল খননের কাজ কাগজে পত্রে চললেও মুলত দায়সারা মাটি কেটেই কাজ করার কথা বলছেন সিন্ডিকেট। নিজেদের আড়াল করতে ওই সিন্ডিকেট কাগজ কলমে একটি ক্ষুদ্র সমবায় সমিতির নাম ব্যবহার করে পার পাওয়ার কৌশল গ্রহণ করেছেন। এ বিষয়ে অভিযুক্ত আলমগীর মৃধার ভাষ্য, এগুলো সমিতির কাজ বলেই এড়িয়ে যান
লালমোহন ফরাজগঞ্জে খাল খনন প্রকল্পে সীমাহীন দূর্নিতী অনিয়মে সরকারি অর্থ লোপাটের উৎসব
আপডেট : ফেব্রুয়ারি, ১১, ২০২১, ৩:৪৪ অপরাহ্ণ
:
