আরশাদ মামুন,লালমোহন:
ফরাজগঞ্জ ইউনিয়নের প্রকৃত বয়স্ক, বিধবা, পঙ্গু অসহায় জনগনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের পক্ষ থেকে ভাতার নগদ অর্থ ও কার্ড বিতরন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারী সকালে শহরের সোনালী ব্যাংকে এ ভাতার অর্থ ও কার্ড বিতরন করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের দেওয়া গরীব অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত অর্থ মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নির্দেশে বিতরন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এদিকে নিজেদের প্রাপ্য সেবা পেয়ে মহা আনন্দে আত্মহারা এক সময়ের সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ।